প্রবাসীরা দেশের অর্থনীতির ভিত নাড়িয়ে দিতে সক্ষম- কলিম উদ্দিন মিলন
প্রকাশিত হয়েছে : ৪:৪৯:৫২,অপরাহ্ন ২৮ আগস্ট ২০২৪ | সংবাদটি ৪ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র জনতার অভ্যুত্থানে প্রবাসীরা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।
আন্দোলনকারীদের পক্ষ থেকে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীদের বারবার অনুরোধ করা হয় রেমিট্যান্সকে হাতিয়ার হিসেবে নিতে, তখন থেকেই প্রবাসীরা এই আন্দোলনে অংশ নেন। দেশে জুলাই মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের মাসের থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার কমে যায়।
এ থেকে প্রমাণিত হয় প্রবাসীরা একটি রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার ভিত নড়িয়ে দিতে সক্ষম।
এছাড়া বিগত ১৫ বছরের বিএনপির আন্দোলনে ভুমিকা ছাড়াও নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। এরমধ্যে ফ্রান্স বিএনপির নেতাকর্মীদের ভূমিকাও প্রশংসনীয়।
রবিবার রাতে সিলেট নগরের একটি হলে ফ্রান্স বিএনপি’র তিন নেতাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আন্দোলন সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রাখা তিন সংবর্ধিত অতিথি হলেন-আলতাফু রহমান, জাহিদুর রহমান শিপার ও জাকারিয়া আহমদ। এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাঈদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে ইমরান আহমদ চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের ক্রান্তিকালে, দুর্যোগে সবার আগে এগিয়ে আসেন। অথচ প্রবাসীরা যখন দেশে আসেন বিভিন্ন ক্ষেত্রে তারা অসম্মানিত হন। স্বাধীন এবং নতুন এই বাংলাদেশে এখন থেকে তাদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে আসীন করতে হবে।
অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ফ্রান্স-বিএনপি নেতা আলতাফুর রহমান, জাহিদুর রহমান শিপার ও জাকারিয়া আহমদ বলেন, শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণে প্রবাসের হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা গেল ১৫ বছর দেশে আসতে পারেননি। দেশে কেউ এলেই গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হত। বিভিন্ন আন্দোলন সংগ্রামী প্রবাস থেকে বিগত দিনে সর্বোচ্চ উজাড় করে দিয়ে শেষ নয় সামনের যেকোনো সময় এভাবে হাত বাড়িয়ে দেবেন বলে উল্লেখ করেন তারা।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপি নেতা সৈয়দ মইন উদ্দিন সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শফিকুর রহমান, জেলা বিএনপির অর্থ সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জেলা বিএনপির সহ সংগঠনিক সম্পাদক আহাদুর রহমান চৌধুরী শামীম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ওলি চৌধুরী।