সিলেটে ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৪:৪৫:৩৭,অপরাহ্ন ২৮ আগস্ট ২০২৪ | সংবাদটি ৪২ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
সিলেটে ফ্রান্স বিএনপি নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় গতকাল সন্ধ্যায় সিলেট বিএনপি পরিবারের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয় ।
জেলা বিএনপি সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির দপ্তর সম্পাদক সাঈদ আহমেদের সঞ্চালনায় সংবর্ধনায় বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন , সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী ও যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ l
সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফ্রান্স বিএনপি নেতা
আলতাফুর রহমান, ফ্রান্স-বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার , ফ্রান্স বিএনপির সদস্য জাকারিয়া আহমেদ l
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসের নেতাদের মূল্যায়ন করে বিশেষ করে এ সংবর্ধনার আয়োজন করায় নেতা-কর্মীরা দল ও দেশের জন্য কাজ করতে উৎসাহিত হবেন। বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, এখনই সময় সকল ভেদাভেদ ভুলে দেশকে নতুন করে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে ।