বর্ণিল আয়োজনে মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের বনভোজন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২:৫৮:৪৩,অপরাহ্ন ২২ আগস্ট ২০২৪ | সংবাদটি ৯ বার পঠিত
দেলোয়ার হোসেন , প্যারিস :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের বার্ষিক বনভোজন সমুদ্র দর্শন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার প্যারিসের অদূরে প্রায় ৩শ মাইল দূরে লিখ এ লা প্লাজে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বনভোজনে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলন মেলা পরিনত হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় ও সংগঠনের নেতৃবৃন্দের পরিবার পরিজন অতিথি ও শিশু কিশোরদের নিয়ে ৫২ জনের বিশাল বহর সোমবার সকাল ৯টায় সারসেল ষ্টেশন থেকে অত্যাধুনিক বাসে যাত্রা শুরু হয়।
সংগঠনের সম্মানিত সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটনের প্রানবন্ত উপস্থাপনায় যাত্রা পথে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পর্যটন সম্পাদক আমির হোসেন।
সংগঠনের বিভিন্ন কার্যক্রম,দিক নির্দেশনা ও সমুদ্র ভ্রমণ নিয়েবক্তব্য রাখেন প্রধান অতিথি সংগঠনের উপদেষ্টা সরোয়ার হোসেন টিপু। এ সময় আমন্ত্রিত অতিথি ছিলেন তৃতীয় বাঙলা ডটকম সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন ,সম্মানিত সদস্য তারেক আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন ফয়েজি ,যুগ্ম সাধারন সম্পাদক শাহরুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,অর্থ সম্পাদক সোহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লিটন,ক্রীড়া সম্পাদক সাজু আহমদ প্রমুখ।
পরে মাথিউরা ইউনিয়নের বিভিন্ন বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত। এতে সকলের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ছিলো আনন্দদায়ক।
নির্ধারিত স্থানে পৌঁছে পরিবেশন করা হয় দুপুরের খাবার। এরপর শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা। সেই সঙ্গে বনভোজনে আগত পরিবারগুলোর ছেলে মেয়ে নিয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন।দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছেলেদের ফুটবল প্রতিযোগিতাসহ রেফেল ড্রসহ বিভিন্ন আনন্দ-উল্লাসে মেতে ওঠেন
মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের সদস্যরা।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
এসময় আয়োজক নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বনভোজন সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আশাবাদ ব্যক্ত করেন।