ফ্রান্সে কালাইউরা একতা ফাউন্ডেশনের বনভোজন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২:০৭:০২,অপরাহ্ন ১৯ আগস্ট ২০২৪ | সংবাদটি ১০ বার পঠিত
আবু তাহের রাজু , প্যারিস :
ফ্রান্সে কালাইউরা একতা ফাউন্ডেশনের উদ্যোগে বনভোজন সম্পন্ন হয়েছে। রবিবার বিকালে প্যারিসের অদূরে লাকর্নবের পার্ক ডিপার্টমেন্টাল জর্জেস ভালবনে পরিবার পরিজন নিয়ে খেলাধুলা, আনন্দ আড্ডা আর ভোজন বিলাসে মিলিত হয়েছিলেন ফ্রান্সে বসবাসরত কালাইউরাবাসী। পরিচয় পর্বের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ছিলো খেলাধুলা, পুরষ্কার বিতরণ ও খাবার পরিবেশন।
প্রবাসের কর্মব্যস্ত জীবনের ফাকে মনোরম আবহাওয়ায় ও সবুজ পার্কে আয়োজিত অনুষ্ঠানে শিশু, কিশোর, পুরুষ, নারীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। নাস্তা, মধ্যাহ্নভোজে আয়োজনের পুরোটা সময় ছিলো আনন্দ মুখর। দলে দলে আড্ডা আর গল্পে মুখরিত হয়ে উঠেছিল সবুজ শ্যামল বনায়নে পরিবেষ্টিত বিশালাকার পিকনিক স্পট।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আহমেদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য আবু তাহের রাজুর পরিচলায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, প্যারিস- বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও তৃতীয় বাঙলা ডটকম সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, জকিগঞ্জ ঐক্য পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুস, টপ টেন এর পরিচালক আব্দুল্লাহ আল হাসান, ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সভাপতি হাসান শাহ, ব্যবসায়ী আলিম উদ্দিন, সাংবাদিক সুফিয়ান আহমদ, ক্রীড়া সংগঠক আব্দুল কাদির, বিএফসি লা কর্নভের সভাপতি মন্জুর আহমদ প্রমুখ।
বনভোজন আয়োজন ও সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন কালাইউরা একতা ফাউন্ডেশনের উপদেষ্টা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছাদেক আহমদ, অর্থ সম্পাদক কবির আহমদ, সহ অর্থ সম্পাদক হুমায়ুন রশিদ রেজা, দায়িত্বশীল জুয়েল আহমদ, মন্জুর খান, রেদোয়ান আহমদ, এমরান হোসেন, অপু আহমেদ, মিজানুর রহমান, বাহার উদ্দিন, ইকবাল হোসেন,বাহার উদ্দিন, তানবির আহমদ, ইফতেখার হাসান রাফি প্রমুখ।
অনুষ্টানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ ।