হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২:৩৮:২১,অপরাহ্ন ১৭ আগস্ট ২০২৪ | সংবাদটি ১৩ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর সহিংসতার প্রতিবাদে ফ্রান্সের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার স্থানীয় সময় বিকালে এ কর্মসূচিতে তারা ‘হিন্দুদের রক্ষা করুন’, ‘হিন্দু লাইফ ম্যাটারস’ ও ‘জাস্টিজ ফর হিন্দুজ’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড-ব্যানার হাতে স্লোগান দেন।
বিক্ষোভকারীরা সংখ্যালঘুদের উপর অত্যাচারের নিন্দা এবং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব জাতীয় অর্জনে হিন্দুদেরও সমান অবদান রয়েছে বলে মনে করিয়ে দেন আয়োজিত মানববন্ধনে বক্তারা।
বাংলাদেশ সম্মিলিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় প্যারিস ফ্রান্সের আয়োজনে মানববন্ধনে বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিরা অভিযোগ করে বলেন, “শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সহিংস ঘটনা ঘটছে। হিন্দু পুরুষ, নারী ও শিশুরা শুধু তাদের ধর্মবিশ্বাসের কারণে হুমকি ও হামলার লক্ষ্যবস্তু হচ্ছেন। তাদের বাড়িঘর লুটপাট, ভাঙচুর ও প্রতিষ্ঠান পোড়ানোর ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ধর্মীয় নিপীড়নের বর্বর কর্মকাণ্ড উন্মোচিত হয়েছে।”
এ ঘটনাকে ‘মানবিক বিপর্যয়’ আখ্যা দিয়ে এ পরিস্থিতিতে বাংলাদেশের সব ধর্মের মানুষদের সংবেদনশীল ও মানবিক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা ।
সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়, যা রিপাবলিক চত্বর ঘুরে পুনরায় গিয়ে সমাবেশে যোগ দেয়। সেখানে বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা হয়।