শেখ হাসিনার পদত্যাগে প্যারিসে বাংলাদেশীদের আনন্দ উল্লাস, মিষ্টি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১:০৮:৫২,অপরাহ্ন ০৭ আগস্ট ২০২৪ | সংবাদটি ৯ বার পঠিত
সুফিয়ান আহমদ , প্যারিস থেকে :
প্রধানমন্ত্রীত্ব থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ উল্লাস করেছেন ফ্রান্সে বসবাসরত হাজারো প্রবাসী বাংলাদেশীরা ।
সোমবার দুপুর থেকে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে মিষ্টিমুখ ,গানবাজনা,আনন্দ উল্লাসসহ নানা কর্মসূচি উদযাপন করেন প্রবাসীরা ।
তাদের একটাই দাবী শুধু পদত্যাগই নয়, স্বৈরতন্ত্রের অপরাধে তাকে আনতে হবে বিচারের আওতায় ।
ফ্রন্সের স্থানীয় সময় দুপুর থেকে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর কানায় কানায় ভরে উঠে বাংলাদেশীদের পদচারণায়। বিভিন্ন প্লে কার্ড ,জাতীয় পতাকা নিয়ে কেউ জাতীয় সঙ্গীত ,কেউ দেশাত্মবোধক গান গেয়ে উদযাপন করেন আনন্দক্ষন। সবার চোখে মুখে লেগে থাকে উচ্ছ্বাস । এই আনন্দক্ষন দীর্ঘ আন্দোলনের ফসল।গণতান্ত্রিক পথে বাংলাদেশের নতুন অগ্রযাত্রায় কামনা জানান তারা ।
আইসা প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েসের সার্বিক তত্বাবধানে এ সময় অন্যান্যদের মধ্যে রাখেন, পিনাকী ভট্টাচার্য , এমএ তাহের, জুনেদ আহমদ,এমএ মালেকসহ অন্যান্যরা ।
এসময় বক্তারা স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দেশের এই ক্রান্তিলগ্নে বেশী বেশী করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করতে প্রবাসীদের আহ্বান জানান ।