অভিবাসীদের সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রমে ফ্রান্সের প্রতিনিধি দল ইতালিতে
প্রকাশিত হয়েছে : ৪:০৭:৪৮,অপরাহ্ন ১৯ মার্চ ২০২৩ | সংবাদটি ২০৫ বার পঠিত
আবুল কালাম মামুন, ইতালী থেকে :
ইউরোপ ফ্রান্সের মানবাধিকার একটি প্রতিনিধি দল ইতালি ও ফ্রান্সের দুই দেশের সামাজিক কার্যক্রম নিয়ে এসোসিয়েশনের নেতৃবৃন্দরা সংগঠন CASIF Association France, (elle de France) একটি প্রতিনিধি দল ইতালি ও ফ্রান্সের দুই দেশের সামাজিক কার্যক্রম নিয়ে এসোসিয়েশনের নেতৃবৃন্দরা তিনদিনের সফরে শনিবার ইতালি পৌঁছেছেন।এদিন ইতালির Centro Servizi Nazionale CSN Bangla আইন ও ইমিগ্রেশন সংস্থা এর সাথে এ প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে দু দেশের পারস্পরিক সম্পর্ক সামাজিক উন্নয়ন, প্রবাসীদের আইনি ও ইমিগ্রেশন জটিলতা নিয়ে বিশেষ আলোচনা হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন CASIF Association France, প্রেসিডেন্ট হাওয়া শিলা ও île de France এর পরিচালক জয়নাব রহমান, SAF এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নয়ন এনকে ও এনটিভি ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন প্রমুখ।
এদিকে শনিবার সন্ধ্যায় ইতালির Lucca- শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় প্রতিনিধি দলের একটি অংশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির আইন ও ইমিগ্রেশন কেন্দ্র সিএসএন বাংলা মার্কেটিং এডভাইজার সারফারাজ দিন, রেস্পন্সাবিলে আব্দুল্লাহ আল কাফি, মিলন লম্বারদিয়া দায়িত্বপ্রাপ্ত কামরুল ইসলাম বর্ষন, চ্যানেল এস প্রতিনিধি মিনহাজ হোসেন প্রমুখ।
আলোচনা শেষে সিএসএন বাংলার সারফরাজ দিন তাদের ইতালি আগমনে শুভেচ্ছা জানিয়ে প্রবাসীদের কল্যাণে তাদের সুন্দর কার্যক্রমের সফলতা কামনা করেন |