ফ্রান্সে শহীদ মনু মিয়া দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৩:২৮:০৮,অপরাহ্ন ২০ জুন ২০২২ | সংবাদটি ৪৭১ বার পঠিত
এনায়েত হোসেন সোহেল
ফ্রান্সে বাংলাদেশের মুক্তির সদন, স্বাধিকার আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া দিবস ( ৬৬ সালের ৬ দফা ) পালিত হয়েছে।
রবিবার বিকালে ক্যাথসীমাস্থ শাহজালাল সুইটস এন্ড রেস্টুরেন্টে এ দিবস পালিত হয় ।
ফ্রান্সে বসবাসরত শহীদ ফখরুদ দৌলা মনু মিয়ার জন্মভুমি বিয়ানীবাজার পৌরসভাধীন নয়াগ্রামের প্রবাসীদের উদ্যেগে আয়োজিত এ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নারায়ন চন্দ্র ।
সংস্কৃতি সেবী বাবলু হোসেনের পরিচালনায় আলোচনা সভায়- অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবু তাহের,জাবুল হোসেন,হারুন উর রশীদ,সাদিক হোসেন,আফজাল আহমদ খান,সাব্বির আহমদ,আরিফুর রহমান, সিদ্দিকুর রহমান, ইমন, জুনেদ আহমদ, দেলওয়ার প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন আফজাল আহমদ খান।
দোয়া মাহফিল পরিচালনা করেন আফজাল আহমদ খান।
ঐতিহাসিক শহীদ মনু মিয়া দিবস (৬দফা দিবস) স্বাধিকার আন্দোলনের প্রথম শহীদ বিয়ানীবাজারের কৃতি সন্তান শ্রমিক নেতা মনু মিয়া ১৯৬৬ সালের ৭ জুন ঢাকার তেজগাঁও এ হরতাল চলাকালীন ইপিআরের গুলিতে নিহত হন।
৭ জুন ১৯৬৬ সালের এই দিনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা দাবির পক্ষে সারাদেশে পালিত হরতালের ভেতর দিয়ে সারা বাংলায় এক বিপুল গণ-আন্দোলনের সূচনা হয়েছিল।
সেই আন্দোলন বাংলার স্বাধিকার আন্দোলনকে বেগবান করে তোলে, আর এর এক নতুন মাত্রা দান করে। পর্যায়ক্রমে এই ছয় দফার আন্দোলনই স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়।
সারা দেশে ৭ জুন ৬ দফা দিবস হিসেবে পালিত হলেও বিয়ানীবাজারে এটি পালিত হয় মনু মিয়া দিবস হিসেবে।