উলামা পরিষদ ফ্রান্সের কমিঠি গঠন হাফিজ ওয়াহিদুর রহমান সভাপতি মৌলানা জমির হোসেন সম্পাদক
প্রকাশিত হয়েছে : ৯:১৩:৪০,অপরাহ্ন ২৪ মে ২০২২ | সংবাদটি ৫১০ বার পঠিত
ফ্রান্সে হজরত শাহজালাল উলামা পরিষদের আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে ক্যাথসীমাস্থ কুটুমবাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে নতুন কমিঠি গঠন করা হয়।
ওভারভিলা বাংলাদেশ জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে ও মৌলানা জমির হোসেনের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরান তেলায়াত করেন,হাফিজ দেলোয়ার হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা চৌধুরী সালেহ আহমদ ,হাজি কাওছার আহমদ,বেলাল আহমদ,সালেহ আহমদ , হাফিজ শফিক উদ্দিন, মাওলানা আব্দুস শহীদ,হাফিজ ফরিদুজ্জামান,ফারুক উদ্দিন প্রমুখ ।
এসময় সকলের মতামতের ভিত্তিতে ২০০২ – ২০২৫ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে তৃতীয়বারের শেখ হাফিজ ওয়াহিদুর রহমানকে সভাপতি, মৌলানা জমির হোসেন সাধারণ সম্পাদক , কারী সালেহ আকরাম কোষাধ্যক্ষ এবং হাফিজ দুলায়েৎ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিঠি গঠন করা হয়।