ফ্রান্সে শ্রমিক গ্রুপের সম্মাননা প্রদান ও নববর্ষ পালন
প্রকাশিত হয়েছে : ৪:০৯:৫৪,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৪১১ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ফ্রান্সে বাংলাদেশী শ্রমিকগ্রুপের নব বর্ষ উপলক্ষে পূর্নমিলনী, শ্রমিক গ্রুপের ওয়েবসাইট উম্মোচন, কর্মক্ষেত্রে সহযোগিতা ও চাকরি খোঁজে পেতে অবদান রাখায় পাঁচজনকে সম্মাননা প্রদান উপলক্ষে অনুষ্টান অনুষ্টিত হয়রছে | রোববার বিকেলে লা কর্নভের অফিসে এক অনাড়ম্বর অনুষ্টানের মধ্য দিয়ে এ অনুস্টান অনুষ্টিত হয় |
শ্রমিক গ্রপের কর্নধার আবু হাসানের সভাপতিত্বে ও সাহেদ আহমদের পরিচালনায় অনুষ্টানে অতিথি হিসেবে উটস্থিত ছিলেন. ফ্রান্সের মূল ধারার রাজনীতিবিদ ও সলিডারিতে আজি ফ্রান্সের প্রেসিডেন্ট এন’কে নয়ন,প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, লেখক ও ছড়াকার কবি লোকমান আহম্মেদ আপন, আহমেদুল ইসলাম ইমরুজ, খন্দকার পিন্টু, মান্না সরকার, আইরিন আক্তার, রিতা আক্তার, জানে আলম, আনিসুল হক, তারিক রহমান, কামরুল ইসলাম, রাজা হাসান, আইয়ুব হাসান, সেলিম আহমেদ, রাজু আহমেদ, মোহাম্মদ মাসুম, ওয়াহিদুজ্জাম, মামুন আহমেদ প্রমুখ |
অনুষ্টানে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সময় বিভিন্ন প্রতিস্টানে কাজ দেয়ার সুযোগ করে দেয়ার জন্য পাঁচজন সেচ্ছাসেবী সমাজসেবককে সম্মাননা প্রদান করা হয় | এরা হলেন আহমেদুল ইসলাম ইমরুজ, রাজু আহমদ, তারিল ইসলাম,ইমরান আহমদ,খন্দকার পিন্টু |
এ সময় অনুষ্টানে শ্রমিকগ্রুপের ওয়েবসাইট উদ্ভোধন করা হয় |
অনুষ্টানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গ্রুপের সাধারন সম্পাদক তানিম হোসাইন , সহ সাধারন সম্পাদক সাহেদ আহমদ, কোষাধ্যক্ষ ফরহাদ আহমেদ, স্পোর্টস ক্যাপটেন এনামুল হক, কার্যকরী কমিটির সদস্য আব্দুল হান্নান, তানজিম আহমেদ, রিজু সরকার, উপদেষ্টা প্রকাশ চন্দ্রা সরকার, দেলওয়ার হুসাইন, হুমায়ুন কবির শাকিল প্রমুখ |