বিশ্ব কাঁপছে করোনায়, ছাড়পোকা আতঙ্কে ফ্রান্স!
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:০৩,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৫৪৭ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
বিশ্ব যখন করোনার আতঙ্কে কাঁপছে, ঠিক তখন অন্য আতঙ্কে কাঁপছেন ফরাসিরা। দেশটি জুড়ে দেখা দিয়েছে ছারপোকার উপদ্রব। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, ওয়েবসাইট, হটলাইন খুলে প্রচার চালাতে হচ্ছে সরকারকে।
জানা যায়, বৃহস্পতিবার থেকে একটি প্রচারাভিযান শুরু হয়েছে। ওয়েবসাইট খোলার পাশাপাশি হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন মানুষ। সেখানে ছারপোকার সমস্যা এড়ানোর উপায় বাতলে দেয়া হচ্ছে। সেই সঙ্গে পরামর্শ দেয়া হচ্ছে কী করবেন, কী করবেন না।
ওয়েবসাইটে বলা হয়েছে, সবাই এই ছারপোকায় আক্রান্ত হতে পারেন। এই ছারপোকাগুলো আপেলের বীজের আকারের। সিমেক্স লেক্টুলারিস নামের এই ছারপোকাগুলো অন্ধকার ভালোবাসে। তাই বিছানা বা সোফার কোণে লুকিয়ে থাকে। সেখানেই বংশবিস্তার করে। এই ছারপোকা এক রাতে ৯০ বার পর্যন্ত কামড়াতে পারে। আর এদের কামড়ের দাগ একদম মশার কামড়ানোর মতো। তাই দাগ দেখে মশা না ছারপোকা কী কামড়েছে বোঝা সম্ভব নয়।
এই ছারপোকা থেকে বাঁচার জন্য নানান উপায় বাতলে দেয়া হয়েছে। যেমন একবার পরার পর জামাকাপড় কম করে ৬০ ডিগ্রি সেলসিয়াসে ফোটাতে বলা হয়েছে। এর আগে ১৯৫০ সালের দিকে একই সমস্যায় পড়েছিলেন ফরাসিরা।