সূবর্ণ প্রবাসী ফাউন্ডেশন ইতালি শাখার ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৯:১৩:১০,অপরাহ্ন ১৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬৯২ বার পঠিত
মিনহাজ হোসেন, ইতালী প্রতানিধি :
দেশ ও দেশের মানুষের কল্যাণে ও উন্নয়নে যারা সদা অগ্রগামী ভূমিকা রাখেন সেই প্রবাসীদের অর্থায়নে সেবা মূলক প্রতিষ্ঠান সূবর্ণ প্রবাসী ফাউন্ডেশন ইতালি শাখা একটি ঈদ পূণর্মিলনী ও মত বিনিময় সভার আয়োজন করে।
রাজধানী রোমের তরপিনাত্তার সুন্দরবন রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে র প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও নোয়াখালী জেলা সমিতির সভাপতি নুরুল আবছার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সূবর্ণ প্রবাসী ফাউন্ডেশন ইতালি শাখার সভাপতি মাইনুদ্দিন হাসান এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথি নুরুল আবছার বলেন” আমরা প্রবাসীরা আমাদের পরিবার পরিজনদের জন্য এই জীবনটাই উৎসর্গ করি সেখানে এই সংগঠনের জন্য যদি আর একটু সময় দেই এবং এই কর্মের জন্য যদি আরো কিছু অসহায় পরিবার ভালো থাকে সেখানেই এই জীবনের স্বার্থকতা।”
স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম সবুজ। বিশেষ অতিথি ছিলেন সাহাবুদ্দিন,সূবর্ণ প্রবাসী ফাউন্ডেশন ইতালি শাখার প্রধান উপদেষ্টা মোঃ নাছির, গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান, নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান মিলন, সামাজিক ব্যক্তিত্ব খলিল উল্যাহ, বাংলাদেশ সমিতি ইতালির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, রহিম উল্যাহ, রেজাউল হক পিন্টু।
আরো বক্তব্য রাখেন সূবর্ণ প্রবাসী ফাউন্ডেশন ইতালি শাখা র সাংগঠনিক সম্পাদক তালীমুল হক ভুঁইয়া, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম প্রধান বক্তা ছিলেন বেলাল উদ্দীন।
সূবর্ণ প্রবাসী ফাউন্ডেশন ইতালি শাখার সভাপতি মাইনুদ্দিন হাসান বলেন” সমাজের অবহেলিত, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়িয়ে পুনরায় তাদের কে নতুন করে স্বপ্ন দেখিয়ে তাদের পুনঃপ্রতিষ্ঠা কল্পে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক ভাবে ইতিমধ্যে এই সংগঠনটির ভূমিকা অপরিসীম।” তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানান এই সেবাদানকারী প্রতিষ্ঠানটিকে সহযোগিতা প্রদানের লক্ষে কাজ করে যাওয়ার জন্য।
এই সময় আরো উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান পলাশ, রাহুল চন্দ্ররায়, কৃষ্ণ মজুমদার, রাকিবুল হক, সোলেমান আহমেদ সজীব, সহ অনেকে।
উল্লেখ্য প্রায় দুই বছর ধরে এই সূবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের জন্ম হলেও তাদের সামাজিক কর্মকাণ্ড গুলো বিস্তার সহ প্রতিটি কাজের স্বচ্ছতার কথা বলেন নেতৃবৃন্দরা। এই স্বচ্ছতা আছে বলেই এই ফাউন্ডেশনটি শুধুমাত্র বাংলাদেশের নোয়াখালী জেলার মধ্যে ই নয় বিভিন্ন দেশে ও রয়েছে তার ব্যাপ্তি। এই সহায়তা প্রদান কাজে কোন এলাকা, ধর্ম বা গোত্র দেখা হয় না। শেষে বিগত সময়ে শিশু কল্যাণ, যুব কল্যাণ, শারীরিক ও মানসিক অসমর্থ্য ব্যক্তিদের কল্যাণ, বয়স্ক শিক্ষা, পূর্ণবাসন, দুস্থদের কল্যাণ, দরিদ্র রোগীদের সেবা সহ নানাবিধ মানব কল্যানে কাজ করে যাওয়ার তথ্য ও চিত্র নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি দেখানো হয়।
সেই সঙ্গে এই অনুষ্ঠান টি ইতালি সহ ওমান, সৌদি আরব, মালেশিয়া, দুবাই, সাউথ আফ্রিকা তে অনুষ্ঠিত হয়েছে।