ফ্রান্সের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে
প্রকাশিত হয়েছে : ৭:৩০:৪২,অপরাহ্ন ৩০ জুন ২০১৯ | সংবাদটি ১১২৩ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
তীব্র দাবদাহে পুড়ছে ফ্রান্স। গত শুক্রবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে।
শুধু ফ্রান্সেই নয়, পুরো ইউরোপেই তাপমাত্রা অসহনীয় রূপ ধারণ করেছে। এখন পর্যন্ত হিটস্ট্রোকে ফ্রান্সে একজন ও স্পেনে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার প্রথমে ফ্রান্সে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছিল। কিছুক্ষণের ব্যবধানে দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রাম গালারগুয়েস-লে-মন্তুয়েক্সে রেকর্ড ৪৫.৯ ডিগ্রি তাপমাত্রা ধারণ করা হয়। এর আগে ২০০৩ সালের ৪৪.১ ডিগ্রি তাপমাত্রাই দেশটির ইতিহাসে সর্বোচ্চ ছিল। ব্যাপক প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছিল ওই তাপমাত্রা।
ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর দেশটির দক্ষিণাঞ্চলের চারটি এলাকায় সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। এ ছাড়া দেশের বেশির ভাগ এলাকায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি রয়েছে। দেশটির শত শত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
সর্বোচ্চ তাপমাত্রার গ্রাম গালারগুয়েস-লে-মন্তুয়েক্সের মেয়র ফ্রেডি সের্ডা বলেন, ‘ধৈর্য ধরে এই অসহনীয় তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই। ’ তিনি বলেন, ‘আমাদের মানিয়ে নিতে হবে এর সঙ্গে। কারণ ভবিষ্যতেও এমন আবহাওয়ায় টিকে থাকতে হবে আমাদের। দেশের দক্ষিণাঞ্চল ধীরে ধীরে গ্রীষ্মপ্রধান হয়ে যাচ্ছে। ’
এদিকে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে প্রাণহানি। গত বৃহস্পতিবার ফ্রান্সের রেনস শহরে কাজ করার সময় তীব্র গরমে অসুস্থ হয়ে ৩৩ বছর বয়সী একজন মারা গেছেন। এ সময় ওই শহরের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। এ ছাড়া স্পেনে ১৭ বছর বয়সী এক কিশোর এবং ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে গরমকে সহনীয় করতে পানিতে নেমে ডুবে যাওয়ার ঘটনাও ঘটছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ জানিয়েছেন, প্রতিদিন অন্তত একটি করে পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটছে দেশটিতে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর আফ্রিকা থেকে আসা গরম বাতাস এই তীব্র তাপমাত্রার জন্য দায়ী। সূত্র : বিবিসি।
সৌজন্য – কালের কন্ঠ