ঢাকা জেলা সমিতি ইতালীর ইফতার মাহফিল অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ২:০৬:০৭,অপরাহ্ন ০৩ জুন ২০১৯ | সংবাদটি ৪৪৪ বার পঠিত
মিনহাজ হোসেন ,ইতালি প্রতিনিধিঃ
আত্মসন্তোষ্টি ও পূণ্যতার আশায় রোজাদারদের সম্মানে ইতালির রাজধানী রোমে স্থানীয় একটি মসজিদে ঢাকা জেলা সমিতি একটি মহতী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক সামির হোসাইন সাদেকের আমন্ত্রণে এবং প্রধান উপদেষ্টা হাসান ইকবাল, উপদেষ্টা আব্দুর রশিদ, আমিনুর রহমান সালাম, পাভেল রহমান তুহিন এবং আব্দুল মুন্নাফ এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার সহ বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, বৃহত্তর ময়মনসিংহ সভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন সহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিয়াম সাধনার মাধ্যমে পারস্পারিক সৌহার্য এবং মানবিক বোধে জাগ্রত হয়ে মানুষ ও সমাজের কাজে পাশে থাকার আহবান জানান রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা এই রোজার মাধ্যমে নিজেদের মনের অভ্যন্তরের অসুর শক্তিকে পরাজিত করে মানব কল্যাণে কাজ করে যাওয়ার দৃড় প্রতিঞ্জা ব্যক্ত করেন। শেষে দোয়া ও মোনাজাত করা হয় সারা বিশ্বে র সকল মুসলমানদের সুখ ও সমৃদ্ধির জন্য।