কাতারে জুড়ী প্রবাসীর বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:০১:৪৬,অপরাহ্ন ২৯ মে ২০১৯ | সংবাদটি ৪৯২ বার পঠিত
কাতার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী জুড়ী উপজেলার কাতার প্রবাসী যুবসমাজের উদ্যোগে বিদায়ী সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দোহার স্হানীয় ঘরোয়া রেস্তোরাঁয় সাইন উদ্দিন রুহেলের পরিচলনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াজ উদ্দিন।
এসময় জুড়ী উপজেলার কাতার প্রবাসী সোহেল আহমদকে ফুলের তোড়া দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিক খাঁন,শুয়াইব আহমদ,মোঃ মঈন উদ্দিন, মো:জালাল উদ্দিন,জোবায়ের আহমদ জাইন, আব্দুল হাফিজ, জয়নাল আহমদ, হাসান অাহমদ,রুমেল অাহমদ,ফখর উদ্দিন,শাহিন অাহমদ,ফখরুল আহমদ, সায়েল অাহমদ,অাসাদ অাহমদ,অাসরাফ হোসেনসহ আরও অনেকে।