দায়িত্ব কমলো দুই মন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ৫:২৪:৩৮,অপরাহ্ন ২০ মে ২০১৯ | সংবাদটি ৪১২ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো মন্ত্রিসভার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এতে দুই জন মন্ত্রীর দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোস্তাফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব আর তার হাতে থাকল না। ওই বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আলম পলক এখন এই বিভাগের দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের দায়িত্বও কমিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি শুধু স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে শুধু পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মধ্যে এই দায়িত্ব বণ্টন করেছেন।