বৈশাখে মেতেছে কর্ণেলিয়া ও বাতিস্তিনি প্রবাসী নারীরা
প্রকাশিত হয়েছে : ২:১৪:৩৯,অপরাহ্ন ০১ মে ২০১৯ | সংবাদটি ৫২১ বার পঠিত
মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ
ইতালীর রাজধানী রোমের কর্ণেলিয়া ও বাতিস্তিনিতে পহেলা বৈশাখ উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশি নারীরা। গত ২৮শে এপ্রিল রোববার কর্ণেলিয়ার একটি পার্কে বৈশাখ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্ণেলিয়া ও বাতিস্তিনি প্রবাসী নারীদের উদ্যোগে ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে মিল রেখে বৈশাখী খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ১৪২৫ কে বিদায় জানিয়ে নতুন বছর ১৪২৬ বাংলা সনকে বরণ করেন প্রবাসী বাংলাদেশীরা।
অনুষ্ঠান শুরু হয় স্বদেশি খাবার পরিবেশনের মাধ্যমে, প্রবাসে শত ব্যস্ততার মাঝে পুরনো ঐতিহ্যকে বিদেশীদের মাঝে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে এ আয়োজনের মূল উদ্দেশ্য। পরে অর্ধদিবসের অনুষ্ঠান বেশ জমে উঠে। যেন প্রবাসের মাটিতে একটুকরো বাংলাদেশে এই প্রাণবন্ত বৈশাখী আয়োজন।
এদিকে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রবাসী বাংলাদেশী শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
এ সময় রোমের কর্ণেলিয়া ও বাতিস্তিনির সামাজিক আঞ্চলিক ও রাজনৈতিক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া শিশু আবাল বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে প্রফুল্লচিত্তে বৈশাখী অনুষ্ঠানকে উপভোগ করতে দেখা গেছে। অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আয়োজক কর্ণেলিয়া ও বাতিস্তিনির প্রবাসী নারীরা সকলের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, আগামীতে স্বদেশি সংস্কৃতি বিদেশীদের কাছে তুলে ধরতে সবাইকে একত্রিতভাবে কাজ করার জন্য অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে আহবান করা হয়।