বাংলাদেশ বাংকার সমিতি ইতালীর আনন্দ উৎসব
প্রকাশিত হয়েছে : ২:১৬:২১,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪২৭ বার পঠিত
মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধিঃ
বাংলাদেশ বাংকার সমিতি রোম সর্ব বৃহৎ ব্যবসায়ী সংগঠন হিসাবে ইতালি বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড লাভ করায় রোম কমিউনিটির সঙ্গে একটি আনন্দ উৎসব ও মত বিনিময়ের আয়োজন করে।
রাজধানী রোমের স্পাইস অফ ইন্ডিয়া রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই আয়োজনের সভাপতিত্ব করেন বাংলাদেশ বাংকার সমিতি রোমের সভাপতি জি এম ওমর ফারুক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহমেদ সেলিম |অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ও ইল ধূমকেতু স্যোসাল অর্গানাইজেশন এর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, জালালাবাদ এস্যোসিয়েশনের সভাপতি অলি উদ্দিন শামীম। বাংলাদেশ বাংকার সমিতি রোমের পক্ষ থেকে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিয়া শামিম, উপদেষ্টা মাহবুবুর রহমান, সিনিয়র সহ সভাপতি ওসমান সর্দার সোহেল, সহ সভাপতি মাইনুর ইসলাম স্বপন, আলমগীর বুলবুল, আলিম বেপারী, জামাল বেপারী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক হিমেল দেওয়ান, কোষাধ্যক্ষ মীর কামাল, সহ সাধারণ সম্পাদক শরীফ দেওয়ান, মোঃ রুবেল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাওসার ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আরিফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক আকতার হোসেন, মোঃ আরিফ হোসেন।
সভাপতি জি এম ওমর ফারুক বক্তব্যে এই এওয়ার্ড প্রাপ্তির পেছনে এই সংগঠনের সকলের ঐক্যবদ্ধ মনন ও পরিশ্রমকেই মূল ভিত্তি হিসাবে তুলে ধরেন। পাশাপাশি তিনি বাংলা কাগজ পত্রিকাটির এই ধরণের উদ্যোগ কে সাধুবাদ জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ সেলিম, সিনিয়র সহ সভাপতি ওসমান সর্দার সোহেল ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাতব্বর বলেন” এই সম্মাননা পদক টি এই সংগঠনের প্রতিটি কর্মী কে আবার নতুন করে উজ্জীবিত করবে। আর উৎসব যোগাবে এই সংগঠন ও রোমের কমিউনিটির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার।”
এ সময় অন্যান্যোদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আফসানা ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফার এর কর্ণধার মোঃ শওকত আলী, জালালাবাদ এস্যোসিয়েশনের সহ সভাপতি মাহবুবুল কাদের ওয়েজ, মোঃ এমারত হোসাইন সহ অনেকে।
দীর্ঘ ১০ বছরের চলমান এই ঐক্যবদ্ধ সাফল্যের ধারাবাহিকতায় সাবেক সভাপতি ও বর্তমানে প্রথম সম্মানিত সদস্য জাহিদ সারোয়ার, সাবেক সভাপতি ও বর্তমানে প্রধান উপদেষ্টা মিয়া শামিম এবং বর্তমান সভাপতি জি এম ওমর ফারুক কে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতা ও কর্মী বৃন্দ।
শেষে রোমের বিশিষ্ট কণ্ঠশিল্পী তাহেরুল ইসলাম গান পরিবেশন করেন।
উল্লেখ্য ইতালি বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০১৯ এপ্রিলের ১৪ তারিখে বন্দর নগরী ভেনিসে অনুষ্ঠিত হয়েছে। এওয়ার্ড প্রদানের এই অনুষ্ঠানে ২০ ক্যাটাগরিতে এই সম্মাননা পদক প্রদান করা হয়। এর মধ্যে ১৯ টি বাংলাদেশীরা আর একটি পায় একজন ইতালিয়ান।