প্যারিসে বাংলাদেশি সোহেল রানা হত্যার বিচার দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৫:৩১:১৮,অপরাহ্ন ০৬ জুন ২০২২ | সংবাদটি ৩২১ বার পঠিত
শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স) :
ফ্রান্সে বাংলাদেশি স্বজন সোহেল রানা হত্যার বিচার, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও নিরাপদ জীবন-যাত্রার দাবিতে ফ্রান্সবাসি সংক্ষুব্ধ বাংলাদেশিদের উদ্যোগে প্যারিসে ‘প্রতিবাদ পদযাত্রা’ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুন) বিকেল সাড়ে ৩ টায় প্যারিসের প্লাস দ্য বাস্তিল থেকে রিপাবলিক অভিমুখে অনুষ্ঠিত ঐতিহাসিক এ ‘প্রতিবাদ পদযাত্রা’য় অংশ নেয় হাজার হাজার ফ্রান্স প্রবাসী বাংলাদেশি।
পদযাত্রায় সংক্ষুব্ধ বাংলাদেশিদের সমবেত কণ্ঠে ”we want Justice’ Justice for Suhel Rana’
‘We want security’ ধ্বনির পাশাপাশি বিভিন্ন রকমের স্লোগান সম্বলিত পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদি বাংলাদেশিদের পদযাত্রা ও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে প্যারিস।
প্লাস দ্য বাস্তিল থেকে দেড় কিলোমিটার হেঁটে প্রতিবাদ পদযাত্রাটি ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশ সমন্বয়করা জানান, ‘দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্নভাবে আক্রমণের শিকার হচ্ছে। অনতিবিলম্বে এসব হামলা বন্ধ ও আমাদের আমাদের জীবনযাত্রার নিরাপদ সুরক্ষা নিশ্চিতকরণে প্রশাসনের প্রতি জোর দাবি জানাতে আমরা একত্রিত হয়েছি।’
তাঁরা বলেন, ‘সুষ্ঠু তদন্তপূর্বক সোহেল রানা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আমরা চাই- তার পরিবারকে যেন এদেশে বৈধতা দেওয়া হয়।’
সাম্প্রতিক সময়ে আমাদের প্রবাসী বাংলাদেশিদের উপর নির্যাতন ও হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে উল্লেখ করে সলিডারিতে অ্যাসি ফ্রঁস’ (সাফ)’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, ‘আমাদের হাতে হাত ধরে বসে থাকলে হবে না; আমাদের যে অধিকার আছে সেটা আমাদেরকেই দাবি করতে হবে। অন্য কেউ এসে আমাদেরটা করে দিবে না।’ তিনি বলেন, ‘আমরা প্রতিবাদ শুরু না করলে, প্রশাসনকে না জানালে তারা কখনো জানতে পারবে না। এজন্য আমাদেরকেই মাথা উঁচু আইনী পদক্ষেপের পাশাপাশি রাজপথে দাঁড়াতে হবে।’
বিভিন্ন দেশের সন্ত্রাসী কর্তৃক আমরা প্রতিনিয়ত এসব হামলার শিকার হচ্ছি। এ থেকে উত্তরণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের লক্ষে আমাদের ঐক্যবদ্ধ এ আন্দোলন।’ তিনি বলেন, আক্রান্ত হয়ে ঘরে বসে থাকলে চলবে না। ন্যায় বিচার ও পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত মাথা উঁচু করে রাজপথে আমাদেরকে দাঁড়াতে হবে।’
প্যারিসে ২০১৭ সালের পর এ পর্যন্ত বাংলাদেশিদের উদ্যোগে হওয়া কোনো ঘটনায় এটাই সবচেয়ে বড় মিছিল। এসময় বিভিন্ন দেশের অভিবাসী, সাংবকদিক,নারী সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে হত্যার প্রতিবাদে সামিল হন।
প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে প্যারিস ও তার আশপাশে বাংলাদেশিরা নানাভাবে নির্যাতন-নিপিড়ণের শিকার হয়ে আসছেন। এসব ঘটনার বেশিরভাগই ঘটে আফ্রিকান সন্ত্রাসীদের হাতে।
গত ২১ মে ভোর ৫ টার দিকে প্যারিসের বাস্তিল এলাকার একটি রেস্টুরেন্ট থেকে কাজ শেষ কাজ ফেরার পথে বাংলাদেশি সোহেল রানা (৩৫) আফ্রিকান সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরে ২৫ মে প্যারিসের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সোহেল রানার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামে। তিনি স্ত্রী ও চার বছরের এক শিশু সন্তানসহ দীর্ঘদিনের ধরে প্যারিসের পখ দো অভারভিলা নামক এলাকায় বসবাস করতেন।
নিহত সোহেল রানার জানাজার নামাজ আগামী ৯ই জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় অভারভিলা বাংলাদেশী জামে মসজিদে অনুষ্টিত হবে । ঐদিনই তাঁর মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হব ।