বাহরাইনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রবাসী বাংলাদেশিরা
প্রকাশিত হয়েছে : ৪:০৭:৩৩,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৬৮১ বার পঠিত
একরামুল হক টিটু, বাহরাইন থেকে
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাহরাইনে ক্ষতিগ্রস্ত ও কর্মহীনদের বিভিন্ন সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ী নেতারা।
খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশি মালিকানাধীন গ্রুপ সিয়াম শাহ্ বিজনেস গ্রুপের চেয়ারম্যান শেখ মোহাম্মদ সিয়াম শাহ।
রোববার দেশটির রাজধানী মানামায় নিজস্ব কার্যালয়ে গ্রুপের চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর জনকল্যান পরিষদ বাহরাইন শাখার সভাপতি মো. সেলিম, রফিক হাজারী, মাদারীপুর জেলা সোসাইটির সভাপতি সাহাবউদ্দিন সিকদার, সিয়াম শাহ্ বিজনেস গ্রুপের ম্যানেজার সিহাব শাহ্, সুপারভাইজার সেলিম মিয়া।
সহযোগিতা করেন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর রনজন সিং, লোকমান আকন, মো.আলমাস, মো. ইসমাইল মোল্লা, রাজীব শিকদার, মো. শাহীন, সালাম ফরাজী, মামুন, চুন্নু, জনিসহ সিয়াম শাহ্ বিজনেস গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা।