ফ্রান্সে ২৪ ঘণ্টায় ২৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২:১৪:৩৬,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০২০ | সংবাদটি ৯০০ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন| সরকারি উপাত্তের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
ফ্রান্সের সরকারি স্বাস্থ্য সংস্থা জানায়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৮৬ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। প্রাত্যহিক হিসেবে এটি একটি রেকর্ড।
সংস্থা জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৭৮ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মহামারীর শুরু থেকে ফ্রান্সে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৩০৩ জনে দাঁড়াল।
এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে কঠোর বিধিনিষেধ আরোপ অত্যাবশ্যক বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কেবল ফ্রান্সই নয়, সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউরোপের অন্যান্য দেশও।
মহাদেশটির লাখ লাখ মানুষকে এখন কঠোর বিধিনিষেধের মধ্যেই দিন কাটাতে হচ্ছে।
গণহারে শনাক্তকরণ শুরুর পর থেকে বৃহস্পতিবার ফ্রান্সের পাশাপাশি পোল্যান্ড ও ইতালিও একদিনে সর্বোচ্চসংখ্যক কোভিড-১৯ রোগী পেয়েছে।