ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় দফা বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১০:০৫:১৫,অপরাহ্ন ২১ জুন ২০২০ | সংবাদটি ৩৬৬ বার পঠিত
এনায়েত হোসেন সোহেল
ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে দ্বিতীয় দফা বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে | শনিবার বেলা ২ টায় রাজধানী প্যারিসের ন্যাশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় | বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং কঠোর নিরাপত্তা বেস্টনীর নিয়ন্ত্রনের মধ্যে দিয়ে যাত্রা করা বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান কয়েকটি সড়ক পদক্ষিন শেষে স্টালিংগ্রাদ নামক স্থানে এসে শেষ হয় |
এ সময় ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীসহ কয়েক হাজার মানুষ প্লেকার্ড,ব্যানার,ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন ।
মহামারী করোনা ভাইরাসের কারনে যখন পুরো পৃথিবীসহ শিল্প,সাহিত্য,সংস্কৃতি ও মানবাধিকারের দেশ ফ্রান্সও নাস্তানাবুদ তখন প্রায় তিন লক্ষ অনিয়মিত অভিবাসীদের বৈধকরন ও বিভিন্ন দাবিতে কিছুদিন ধরে সোচ্চার হয়েছে বেশ কয়েকটি সংগঠন |
এরই মধ্যে এ ব্যপারে বিশেষ ভুমিকা পালনের জন্য শতাধিক সংসদ সদস্যও সরকারের প্রতি আবেদন করেন | কিন্তু সরকার এ ব্যাপারে কার্যত বিশেষ কোন ভুমিকা না নেয়াতে অনিয়মিত অভিবাসনকারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় | তারা আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ের সিদ্ধান্ত নেয় এবং গত ৩০ এপ্রিল বিক্ষোভের ডাক দেয় | এবং ঐদিন লকডাউনের মধ্যে বিক্ষোভ করলে পুলিশের সাথে ব্যাপক সংঘাত ঘটে এবং পুলিশ ৯২ জনকে আটক করে | পরে আন্দোলনকারীরা শনিবার দ্বিতীয় দফা বিক্ষোভের ডাক দেয় এবং এতে কয়েক হাজার উপস্থিত হোন এবং শান্তিপূর্ণ ভাবে তা সমাপ্ত হয় |
বিক্ষোভ চলাকালে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশীদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মত। প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স, বাংলাদেশী কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ), ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপ, রেমিটেন্স ফাইটার অব বাংলাদেশসহ আরো অনেক বাংলাদেশী সংগঠন এতে অংশ নেয়।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বিভিন্ন দেশের অভিবাসীরা বক্তব্য দেন। বাংলাদেশী কমিউনিটির পক্ষে বক্তব্য দেন ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ের লেকচারার এনকে নয়ন ও উবায়দুল্লাহ কয়েস।
সমাবেশে বক্তারা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় । এর আগে পূর্বনির্ধারিত সময়ের অনেক আগে থেকেই প্লাস দো লা নেশন এলাকায় দলে দলে লোক সমাগম হতে থাকে। তাদের হাতে ব্যানার এবং শ্লোগান লেখা ফেস্টুন শোভা পায়। মুহুর্মুহু শ্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গনটি।
এ সময় আন্দোলনকারীরা স্লোগান দেন অনিয়মিত সকলকে নিয়মিত করা হোক ,আমরা যাদের কাগজ আছে সম্মতি প্রকাশ করছি তাদেরকে নিয়মিত গ্রাহক।