করোনায় ফ্রান্সে জকিগঞ্জ প্রবাসীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২:৪৮:৫৬,অপরাহ্ন ১৭ জুন ২০২০ | সংবাদটি ৫৮৩ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ফ্রান্সে করোনার থাবায় আরেক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে তিনি প্যারিসের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রায় আড়াই মাস থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।
নিহত কবির আহমদ চৌধুরী সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী পীরনগর গ্রামের মরহুম হাবিবুর রহমান চৌধুরীর পুত্র।
হাসপাতাল সূত্র জানায়, প্রায় আড়াই মাস পূর্বে কবির আহমদ চৌধুরীর শরিরে করোনা ধরা পড়ে। এর পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মধ্যখানে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেও গত দুই সপ্তাহ থেকে আবারও তার অসুস্থতা বেড়ে যায়।
ফ্রান্সে বসবাসরত নিহতের পরিবার জানান, কবির আহমদ চৌধুরী সোমবার রাত ১টায় প্যারিসের মন্তসুখি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সূত্র মতে, তিনি প্রায় দেড় বছর ধরে স্বস্ত্রীক ফ্রান্সে বসবাস করে আসছেন |
উল্লেখ্য, করোনায় ফ্রান্সে এ পর্যন্ত অন্তত ১২জনের উপরে বাংলাদেশী মৃত্যু বরণ করেছেন।