২১ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আম্পান’
প্রকাশিত হয়েছে : ৭:২০:৫১,অপরাহ্ন ২০ মে ২০২০ | সংবাদটি ৩৭০ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে রূপ নিয়েছে ‘আম্পান’। বুধবার রাতে ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গে আঘাত হেনে বাংলাদেশে প্রবেশ করতে পারে এ ঘূর্ণিঝড়। ওড়িশার উপকূলবাসীদের এ ঝড় ২১ বছর আগের দুঃস্বপ্নকে মনে করিয়ে দিচ্ছে।
আক্কুওয়েদারের প্রধান আবহাওয়াবিদ জেসন নিকলস বলেছেন, ১৯৯৯ সালের সাইক্লোনের পর বঙ্গপোসাগরের উপকূলে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন হয়ে আঘাত হানতে যাচ্ছে ‘আম্পান’।
দুই দশক আগের ওই বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে কার্যত ধ্বংস্তূপে পরিণত হয়েছিল ওড়িশা। ১৯৯৯ সালের ২৯ অক্টোবর আঘাত হানা সেই সুপার সাইক্লোনের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। ৩৬ ঘণ্টা ধরে ওডিশার ছয়টি জেলায় তাণ্ডব চালিয়েছিল ‘১৯৯৯ ওডিশা সাইক্লোন’। অথচ থাইল্যান্ড উপসাগরে এটি নিছক এক নিম্নচাপ ছিল।
রকারি হিসেবে ওড়িশা সাইক্লোনে প্রাণ হারিয়েছিলেন ৯ হাজার ৮৮৫ জন। যদিও বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা ছাড়িয়েছিল ৫০ হাজার। রাজ্যের জগৎসিংহপুর জেলাতেই মৃত্যু হয়েছিল আট হাজার ১১৯ জনের। মারা যায় বা নিখোঁজ হয় তিন লাখের বেশি গবাদি পশু। সাইক্লোনে রাজ্যটির এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছিলেন।
আক্কুওয়েদারের ওয়েবসাইটে বলা হয়েছে, মঙ্গলবার ‘আম্পান’ যখন বঙ্গপোসাগরের উত্তর-উত্তরপূর্বাঞ্চলের উপক’লীয় এলাকার দিকে আগ্রসর হবে তখন বাতাসে গতিবেগ থাকবে ঘণ্টায় ২৫০ কিলোমিটারের বেশি।
বিবিসি জানিয়েছে, উপক’লে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ কিছুটা কমতে পারে। এ সময় ঘণ্টায় বাতাসের গতি হতে পারে ১৬৫ থেকে ১৭৫ কিলোমিটার। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে উত্তর আমেরিকায় যেসব ঝড় সবচেয়ে বেশি গতিতে আঘাত হেনেছিল সেগুলোর গড় গতি ছিল ঘণ্টায় ১৭০ কিলোমিটার।