আফ্রিকান সন্ত্রাসীর ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত
প্রকাশিত হয়েছে : ৭:৩১:৪১,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০২০ | সংবাদটি ৮৫৪ বার পঠিত
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে মো. সবুজ (৩০) নামে এক বাংলাদেশি খুন হয়েছেন।
গুরুতর আহত হয়েছেন মো. আকবর নামে অপর আর এক বাংলাদেশি। নিহত মো. সবুজ মাদারীপুরের বাসিন্দা। এনিয়ে গত ছয় মাসে বাংলাদেশি মালিকানাধীন এ হামলায় তিনজন নিহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার লকডাউনের জরুরী আইন অনুযায়ী দোকানে সিগারেট ও তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ। কিন্তু বুধবার সকালে সবুজ দোকানে তামাক পণ্য বিক্রি না করায় স্থানীয় কৃষ্ণাঙ্গের দল তর্কে জড়িয়ে পড়ে।
পরে রাত ৯টার দিকে দোকানে এসে কৃষ্ণাঙ্গরা সবুজের গলায় ছুরি চালায় এবং কর্মচারী আকবরের গলায় ও পেটে ছুরি চালায়।
ঘটনাস্থলেই সবুজ মারা যান। গরুতর আহত আকবরকে প্রথমে আটলান্টা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে কেপটাউন টাইগারবার্গ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।