কানাডায় দু’ঘণ্টার ব্যবধানে করোনায় দুই বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩:৩২:২৮,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৬০ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
টরন্টোতে দু’ ঘণ্টার ব্যবধানে করোনা ভাইরাসের ছোবলে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটলো।
১০ এপ্রিল স্থানীয় সময় রাত ন’টায় আশরাফুল ইসলাম ওরফে শেখ ওমর ইস্ট ইয়র্কের একটি হাসপাতালে মারা গেলেন। ওমরের বয়স হয়েছিলো ৪২ বছর। তিনি ঢাকার শান্তিবাগের বাসিন্দা। তিনি স্ত্রী এবং ১১ বছরের এক পুত্র সন্তান রেখে গেছেন। ওমরের মৃত্যুতে – জালালাবাদ এসোসিয়েসন অব টরন্টো শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এদিকে একই দিনে সন্ধ্যে সাতটায় বাংলাদেশি জামাল আলী নামে আরো এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে টরন্টো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার আগে অটোয়ায় গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ এবং গত ৫ এপ্রিল টরন্টোতে বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান। ফলে কানাডায় করোনায় আক্রান্ত বাংলাদেশির মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৪ জন।