দক্ষিণ আফ্রিকায় মিজানুর রহমান আজহারীর সফর স্থগিত
প্রকাশিত হয়েছে : ৩:৩২:০৩,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪২৪ বার পঠিত
মো. শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে
বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে লকডাউন ঘোষণা অব্যাহত থাকায় মিজানুর রহমান আজহারী এবং অধ্যাপক মফিজুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত সব ‘তাফসীরুল কোরআন মাহফিল’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে মাওলানা মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে এবং অধ্যাপক মফিজুর রহমান লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকা সফর করার কথা ছিল এপ্রিল মাসে।
পূর্বের ঘোষণা অনুযায়ী উভয় মোফাচ্ছির ১২ এপ্রিল আসার কথা থাকলেও এ কঠিন পরিস্থিতির মধ্যে এসে তাফসীর করা সম্ভব হবে না। তাই আপাতত সফর স্থগিত হয়েছে।
এমতাবস্থায় আমজাদ হোসেন চয়ন ও মো. মোশাররফ হোসাইন ‘ইসলামিক ফোরাম অব আফ্রিকা ও তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটি দক্ষিণ আফ্রিকা’ পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
তারা জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচিত এ দুই বক্তার আসার সিদ্ধান্ত চূড়ান্ত হবে।