স্পেনে জাতীয় পার্টির বিজয় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:৪৩,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩২৪ বার পঠিত
বকুল খান , স্পেন থেকে
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে স্পেন জাতীয় পার্টি। শুক্রবার বিকেলে মাদ্রিদের মহারাজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির স্পেন শাখার সভাপতি ও সর্ব ইউরোপ এরশাদ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মোঃ আব্দুস সাত্তার |
এম আই এ আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্পেন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সাফা,সাবেক সহ-সভাপতি ফয়জুর রহমান, আব্দুল কাদের ডালি, যুগ্ম সাধারণ সম্পাদক দবির তালুকদার,মান্নান বাঙলা স্কুলের প্রধান শিক্ষিকা শামীমা হুসেন, আওয়ামী লীগ নেতা জালাল আহমেদ ,মাহবুবুল হক বকুল , স্পেন যুবলীগ নেতা এনাম আলী খান এবং সাইফুল আলম সোহাগ প্রমুখ |
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার বলেন ,বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বিজয় আর তা ধরে রাখতে সকল দল মত নির্বিশেষে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
|সভাপতির বক্তব্যে আবুল হোসেন বলেন, আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে এক প্লাটফর্মে এসে কাজ করতে হবে | জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদই আমাদেরকে সেই শিক্ষা ও দীক্ষা দিয়ে গেছেন |