কুয়েতে মহান বিজয় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:২০,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫৩১ বার পঠিত
সাদেক রিপন, কুয়েত থেকে
যথাযোগ্য মর্যাদায় কুয়েতের বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে এবং কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের উপস্থাপনায় দূতাবাসের হলরুমে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের উদ্দেশে একে একে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী সমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা সচিব জহিরুল ইসলাম খাঁন, ডিফেন্স এর্টাসী মোহাম্মদ আবু নাসের,বিএমসি কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মুজিদ, কুয়েত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো. হাফিজুল ইসলাম, সোনালী ব্যাংক কর্মকর্তা মো. জাকির হোসেন মজুমদার, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, রাষ্ট্রদূতের ব্যাক্তিগত কর্মকর্তা জিহোন ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাসহ কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতা ও বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন