ফ্রান্সে যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ৮:৪১:০১,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪১৪ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
গত ২৭ অক্টোবর রোববার বিকেলে প্যারিসের বিলভিলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স কেন্দ্রীয় শাখার প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সংগঠনের সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সাধারণ সম্পাদক নাইম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গঠনের সাধারণ সম্পাদক ইমরোজ হোসেন। এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন বালা, সহ সাধারণ সম্পাদক সাইফুল আলাম, সহ সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন, লিমন সিকদার, জাকির হোসেন, সোহান হোসেন, আরাফাত মোল্লাহ, খান মাসুম, ইকবাল শাহিন, খান মিজান, সালেহ আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি আরিফ হাসানের সমাপনি বক্তব্য শেষে কেক কেটে যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এসময় বক্তারা বলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কারাগার থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও শারীরিক সুস্থতা কামনা করেন। সেই সাথে আগামীর রাষ্ট্র নায়ক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।