ইতালীতে দোহার ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১১:৫০:৪৪,অপরাহ্ন ২৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৩০ বার পঠিত
মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ
রোমের মন্তেভেরদে সামাজিক সংগঠনের মধ্যে অন্যতম দোহার ঐক্য পরিষদ, মন্তেভেরদে বসবাসরত দোহারসীদের নিয়ে গঠিত ‘ দোহার ঐক্য পরিষদ ‘ এর নতুন কার্যকরী কমিটি (২০১৯-২০২০) গঠিত হয়েছে।
এতে দোহারের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী হামিদুর রহমান বুলেট কে সভাপতি ও জাকির আহমেদ ভূইয়া কে সাধারণ সম্পাদক ও সাইফুর রহমান শাহীন কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।
২৪সেপ্টেম্বর মন্তেভেরদে এশিয়ান রেস্টুরেন্ট হলরুমে দোহারবাসীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দোহারের সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিদের সত্ফূর্ত অংশগ্রহণে ও উপস্থিত সকলের সম্মতিক্রমে দোহার ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রধান সম্মনয়ক এফতারুল হক টুটুল আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
এ সময় দোহার ঐক্য পরিষদের উপদেষ্টা মন্ডলির মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মুস্তাক ভূইয়া, মোঃ সহিদ দরানি, মোঃ সোহেল মাঝি, শেখ সোহেল,মোঃ মোশাররফ রহমান, মোঃ স্বপন আহমেদ, মোঃ জাহাঙ্গীর ভূইয়া, মোঃমাহবুব আলম, কাজী শাহজাহান, জোয়েল মাঝি, বুলু সিকদার, সালাম সহ প্রমুখ।
ইতালীতে বসবাসরত দোহারবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করা এবং প্রবাসে অবহেলিত মানুষের জন্য এই সংগঠন কাজ করবে বলে জানান, নতুন সভাপতি হামিদুর রহমান বুলেট। এবং রোমে দোহারবাসীকে ঐক্যবদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। মূলত ইতালিতে দোহারবাসীরা নিজেদের মধ্যে মত বিনিময় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দোহার ঐক্য পরিষদ সংগঠিত হয়েছে।
এসময় দোহারবাসীর বিশিষ্টদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাহিদুল ইসলাম, মোঃ বুলবুল, মনিরুল ইসলাম, মোঃ ইকবাল, মোঃ রুহুল, মোঃ বজলু, মোঃ রাজু, মোঃ হান্নান, জাহিদুল ইসলাম, আলমঙ্গীর, ছালাউদ্দিন মোড়ল, ছালা উদ্দিন, ননি মোড়ল, ওয়ালিদ রেদওয়ান রাজীব, রানা আহমেদ, শহিদুল ইসলাম, সবুজ, হালিম, লুত্ফর, রুমি পাঠান, শাহ আলম, রুহুল, নাসির, মাহবুব আলম, ফনু, রবিন, সোহাগ, সবুজ গাজী, লেলিন মাঝী, রিপন আহমেদ সহআরো অনেকেই।
পরিশেষে দোহার ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রধান সম্মনয়ক এফতারুল হক টুটুল জানান, আগামী সোমবার দাহার ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণা করা হবে।