ফ্রান্সে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহিলা দলের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৫:৩৮:০৯,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬২৮ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
ফ্রান্সে বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী , বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহিলা দল কেন্দ্রীয় কমিটির পূর্ব নির্ধারিত কর্মসূচির সাথে একাত্বতা পোষন করে প্যারিসের ক্যাথসীমার একটি রেস্তুরায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবীর সভাপতিত্বে ও ইউরোপিয়ন যুবলের সভাপতি মিল্টন সরকারের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, ফ্রান্স বি এন পির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,যুক্তরাজ্য জাতীয়তাদী মহিলা দলের কনভেনার ফেরদৌস রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি এহসানুল হক বুলু ,সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সরকার , ডঃ কামরুল হাছান |
এ সময় সমাবেশে নেতাকর্মীদের উদ্যেশ্য টেলি কনফারেন্সে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাপ্তাহিক জয়যাত্রার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মহিলা দল নেত্রীআফসানা আক্তার, প্রভাষক তাছলিমা আক্তার, তানিয়া আক্তার , বিউটি চৌধুরী, সাহেদা আক্তার, নাজলী ফারেসা, সেলিনা আক্তার, আনিকা চৌধুরী, মেহেরা বেগম প্রমুখ |
সমাবেশে বক্তারা বলেন, ম্যাডাম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে জেলের তালা ভেঙে মুক্ত করতে হবে। এই ফ্যাসিস্ট ও বাকশালী সরকার সারা দেশে লুট,ডাকাতি ,খুন,গুম করে চলেছে একের পর এক। দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশকে বাঁচাতে হলে এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে আন্দোলনের মাধ্যমে বের করতে হবে।এ জন্য প্রথমে প্রবাস থেকে এ আন্দোলন আরো জোরদার করতে হবে। প্রয়োজনে প্রবাস থেকে রেমিটেন্স বন্ধ করে দেওয়া হবে |
বক্তারা শেখ হাসিনার ছাত্রলীগের সোনার ছেলেরা ৮৬ কোটি টাকা চাাঁবাজি করেছে । তাদের ছাত্রলীগ হতে বহি:স্কার করেছে কিন্তু চাঁদাবাজীর মামলা দিয়ে জেলে নেয়নি। অথচ ২ কোটি টাকার ষড়যন্ত্রমূলক মামলায় দেশনেত্রীকে অন্যায়ভাবে জেলে বন্দী করে রেখেছে। একদিন এর বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমরা জিয়ার সৈনিক ফ্রান্সের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন ,যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রব রানা, সহ সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ সোহাগ ,খোরশেদ মাতবর, সর্ব ইউরোপিয়ন যুবদলের যুগ্ন আহব্বায়ক আলম খান ,আজিজ কামাল , আবুল কালাম, সাব্বির , রফিক , মতিউর , ইসমাইল ,রাশেদ প্রধান এল, খান ,আলাউদ্দিন , রাসেল, আবু বকর ছিদ্দিক রিংকু, কামরুল হাছান হৃদয়, আলমগীর হোসেন ,জিতেন্দ্র সুত্রধর, জহিরুল ইসলাম লিটন, মকবুল হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্টিত হয় ।