প্যারিসে দ্যা ওয়ে টু হ্যাপিনেস ফাউন্ডেশনের সাথে বাংলাদেশীদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৫:৪৮:৫২,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪১৩ বার পঠিত
আব্দুল আজিজ সেলিম
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশী কমিউনিটির মতবিনিময়,আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পন্তায় একটি অভিজাত মিলনায়তনে দ্যা ওয়ে টু হ্যাপিনেস ফাউন্ডেশন এর সাথে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অংশগ্রহন করেন দ্যা ওয়ে টু হ্যাপিনেস ফাউন্ডেশন এর সভাপতি স্টেফান মালুভরে, প্রোগাম কোর্ডিনেটর এলিসন আহল,ফটোগ্রাফার এবং সমাজকর্মি ক্যাথেরিয়েন্ ক্রোশ , সমাজকর্মী এনালিসে আহল।
প্রোগ্রাম কোর্ডিনেটর মডেল ও নৃত্য শিল্পী এলিসন আহল ও ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক ‘আব্দুল আজিজ সেলিমের’ পরিচালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সালেহ আহমদ চৌধুরী, ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির দুলাল, ফ্রান্স-বাংলা স্কুলের শিক্ষিকা ও ‘বিকশিত নারী সংঘ ফ্রান্সে’র সাধারন সম্পাদিকা সুমা দাস, ছড়াকার ও সাংবাদিক লোকমান আহমদ আপন, সমাজকর্মী ও কমিউনিটি নেতা অজয় দাস, ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, রাজনৈতিক ও সমাজকর্মী শাহ্ আলম মায়া, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক জাকির আহমদ, বাংলা টিভি সাংবাদিক রাসেল আহমদ, বাংলা প্যারিস এন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুনিম জুনেদ,আব্দুল মুক্তির, সুৃমন সুজন, ও বাংলাদেশী বিভিন্ন শ্রেনী পেশার প্রায় এক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে The Way to Happinesses Foundation এর সভাপতি Stéphane Maleuvre বলেন, আমরা সুখী থাকতে হলে আমাদের নিজেদের প্রতি যত্নবান হতে হবে।আমাদের শিশুদের ভালবাসতে হবে, তাদের সুশিক্ষা দিতে হবে, শিশুদের সামনে ঝগড়া করবেন না। সংযমী হতে হবে, অধ্যাবসায় সত্যকে অবলম্বন করবেন, ভালো কাজ একটু বা ক্ষুদ্র হলেও শুরু করবেন একদিন বিশাল হবে। পিতা-মাতাকে শ্রদ্ধা করবেন, পরিবেশ রক্ষা ও এমন একটি সরকারকে সমর্থন করতে হবে যেটি সকলের জন্য কাজ করে।
সুখের পথ বা শান্তিময় জীবন ও দূষণ মুক্ত পরিবেশ রাখতে সচেতনতামূলক ভিডিও দেখানো হয়।
Stéphane Maleuvre ফরাসী ভাষায়, Allison Ahl ইংরেজীতে ও সাংবাদিক আব্দুল আজিজ সেলিম বাংলা ভাষায় অনুবাদ করেন। অনুষ্ঠানের উপস্থাপক আব্দুল আজিজ সেলিম বলেন: সুখে শান্তিতে থাকতে হলে শুধু নিজের ভালো মন্দে সীমিত থাকলে হবেনা। অপরের ভাললাগা খারাপ লাগার প্রতি গুরুত্ব দিতে হবে। এবং ভাবতে হবে এই পরিবার, এই সমাজ, এই দেশ, এই পৃথিবী আমাদের আমরাই এটাকে দূষণ মুক্ত বাসযোগ্য রাখতে হবে। তাহলেই আমরা সুখের পথ খুঁজে পাব। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ‘ফ্রান্স-বাংলা স্কুলে’র ছাত্র-ছাত্রীরা। তার হলেনঃ শ্রেষ্ঠা নন্দী,পার্থিব রাজ, প্রিয়ন্তি পাল,নিপসি হোসেন, নিধুয়া হোসেন, আরশী চৌধুরী, সৌরভ দাস, সুর্য দাস, ফাইজা হোসেন, জয়িতা ভট্রাচার্য ও রাধিকা রায়। তারা দেশাত্নবোধক গান, নজরুল গীতি ও নৃত্য পরিবেশন করেন। বাংলা সংস্কৃতি ও বাংলাদেশীদের ব্যবহারে মুগ্ধ ছিলো উপস্থিত ফরাসিরা। তাঁরা বাংলাদেশির সাথে আরো সেমিনার করতে ও বাংলাদেশী সাংস্কৃতিক অনুষ্ঠানে আসতে আগ্রহী। ফরাসি মডেল ও নৃত্য শিল্পী Allison Ahl বাংলা গানে নৃত্য করেন। উন্নতর জীবনযাপনের জন্য এক সাধারন বুদ্ধিগম্য নির্দেশিকা “সুখের পথ” নামের বই সবাইকে দেওয়া হয়।