মাদ্রিদে মরহুম মকবুল হুসেন স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২:৫২:৪৭,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৭ বার পঠিত
বকুল খান ,স্পেন থেকে
বিশিষ্ট ব্যবসায়ীও কমিউনিটি ব্যক্তিত্ব রেজাউল করিম ও মনোয়ার হুসেন মনুর পিতা মরহুম মকবুল আসেন ও বীর মুক্তিযোদ্ধা মুজ্জাফ্ফর হুসেন রুহের মাগফেরাত কামনায় দুআ ও মিলাদ মাহফিল করেছে বৃহত্তত্ৰ রংপুর বাসি মাদ্রিদে |গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে দুআ এবং মোনাজাত করেন মাওলানা আব্দুর রাজ্জাক ও হাফিজ জহির উদ্দিন |
বৃহত্তর রংপুর অ্যাসোসিয়েশনের সমন্বয়ক জাকিরুল ইসলাম জকি ও আবু বক্করের সার্বিক তত্ত্বাবধান এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি জিয়াউর রহমান খান, বর্তমান সভাপতি কাজী এনাযেতুল,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,বিক্রম -মুন্সিগঞ্জ সমিতি র সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু , গ্রেটার ফরিদপুর এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল কাদের ঢালী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ,বিশিষ্ট ব্যবসায়ী বেলাল আহমেদ ,বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি একেএম জহিরুল ইসলাম ,ডক্টর দুলাল ,স্পেন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দুলাল সাফা ও আব্দুর রহমান ,বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান ,স্পেন আওয়ামীলীগের নেতা একরামুজ্জামান কিরণ ,ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতিআবুল হুসেন ,গ্রেটার সিলেট এসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল , ইসলাম উদ্দিন , ,বালিয়ান্তে বাংলার সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন কমিউনিটি নেতা মহুমের পুত্র আমিনুল ইসলাম আমিন ,শাওন আহমেদ , ফকরুল হাসান , আবু বক্কর ,জেরি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার প্রমুখ |