৬ অক্টোবর স্পেন আওয়ামী লীগের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১০:০০:৩১,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩১০ বার পঠিত
বকুল খান , স্পেন থেকে
স্পেন আওয়ামীলীগের নতুন কমিটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা ,গুঞ্জন ,লবিং এবং তৎপরতা | নতুন কমিটিতে কারা আসছেন ? কারা হবেন স্পেন আওয়ামী লীগের কান্ডারী |
কার্যনির্বাহী কমিটির এক সভা গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয |এতে সর্বসম্মতিক্রমে আগামী ৬ অক্টোবর এ সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয় | গত ১০ই জুলাই সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব সাংগঠনিক সফরে মাদ্রিদ আসেন |ঐদিন এক কর্মীসভায় সকল নেতাকর্মীদের উপস্থিতি এ এস আই আর রবিনকে আহ্বায়ক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় |আহবায়ক কমিটিতে যারা যে দায়িত্বে আছেন তার মধ্যে ,যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম সেলিম ,যুগ্ন-আহবায়ক আব্দুল কাদির ডালি ,যুগ্ন আহবায়ক দুলাল সাফা, যুগ্ন আহবায়ক বদরুল ইসলাম, যুগ্ন-আহবায়ক আব্দুর রহমান ,সদস্য সচিব রিজভী আলম , নির্বাহী সদস্যদের মধ্যে যাদের স্থান হয় ,আক্তার হোসেন আতা ,জহিরুল ইসলাম নয়ন ,আইয়ুব আলী সোহাগ ,একরামুজ্জামান কিরণ ,শ্যামল তালুকদার ,তামিম চৌধুরী ,জাকির হোসেন ,বোরহানউদ্দিন ,জাহাঙ্গীর আলম ,নুরুজ্জামান খোকন ,খালেদুর রহমান ,খাদিজা আক্তার মনিকা ,দবির তালুকদার ,সায়েম সরকার ,এফ এম ফারুক পাভেল,,আজম খাল ,কবির হোসেন,আখতারুজজ্জামান ,বেলাল আহমেদ |
কমিটিতে সকলের ঐক্যমতের ভিত্তিতে কাউন্সিল করে আগামী তিন মাসের মধ্যে একটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় |
২০১৩ সালের ১১ই অক্টোবর ,মাদ্রিদে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় |ওই সম্মেলনে তৎকালীন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি অতিথি হিসাবে আসেন |পরবর্তীতে এই কমিটি মেয়াদ উত্তীর্ণ হলেও দুভাবে বিভক্ত নতুন দুটি কমিটি ঘোষণা দিয়ে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম চালাতে থাকে |দ্বিধাবিভক্ত স্পেন আওয়ামীলীগের কমিটির মধ্যে আরও দুটি উপ গ্রুপ সৃষ্টি হয় |এতে করে চরম আন্ত:কোন্দল দেখা দেয়র|
প্রকাশ্যে নিজেদের মধ্যে সংঘর্ষ সংঘাত ,মামলা ,পাল্টা মামলা, হামলা ঘটনায় ইউরোপ জুড়ে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে স্পেন আওয়ামীলীগ |
গত ১৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান সফরে আসলে ,দীর্ঘদিন থেকে স্থবিরতা ,নতুন নেতৃত্ব নিয়ে আসতে সর্বআওয়ামী লীগ পুরাতন কমিটি ভেঙ্গে এম নজরুল ইসলাম ও মুজিবুর রহমানকে দায়িত্ব দিয়ে ,ইউরোপের প্রতিটি দেশে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনে ঢেলে সাজানোর নির্দেশ দেন |তারই ধারাবাহিকতায় মালটা ,গ্রিস জার্মান নতুন কমিটি গঠন শেষ করার পর এবার স্পেন |নেতৃবৃন্দ এ ব্যাপারে বলেন ,কোনো গ্রপিং বরদাস্ত করা হবে না |কেউ দলে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ,তাকে আজীবনের জন্য দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত রয়েছে|
স্পেন আওয়ামী লীগের আহবায়ক এ এস আই আর রবিন বলেন ,ইউরোপের সর্ববৃহৎ এবং আওয়ামী পরিবারের এক মহা মিলন মেলার আয়োজন করব |
এব্যাপারে স্পেন আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে |ইউরোপের সবকটি দেশের শীর্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে আশ্বাস দিয়েছেন আমাকে ,এই সম্মেলনের মধ্য দিয়ে একটি নতুন দিনের সূচনা করব প্রবাসে |