যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে পরিবারের ৫ সদস্য নিহত
প্রকাশিত হয়েছে : ১১:২১:২৩,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৭ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
যুক্তরাষ্ট্রে নিজ পরিবারের পাঁচ সদস্যকে গুলি করে খুন করেছে ১৪ বছরের এক কিশোর।
স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দেশটির আলাবামা অঙ্গরাজ্যে এ হত্যাকাণ্ড ঘটে। খবর সিএনএনের।
তদন্তকারীদের কাছে পরিবারের সদস্যদের খুনের দায় স্বীকার করেছে ওই কিশোর।
নিহতরা হলেন-ওই কিশোরের বাবা জন সিস্ক (৩৮) সৎ মা মেরি সিস্ক (৩৫), তার ছয় বছর ও ছয় মাস বয়সী দুই সৎ ভাই ও পাঁচ বছর বয়সী সৎ বোন।
স্থানীয় লাইমস্টোন কাউন্টির শেরিফ অফিসের মুখপাত্র স্টিফেন ইয়াং জানান, একটি বাসায় পাঁচজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
তবে ঠিক কী কারণে তাদের হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি। কারণ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।