পত্নীকে নিয়ে বলসোনারোর কুমন্তব্যে ক্ষেপেছেন ম্যাক্রোঁ
প্রকাশিত হয়েছে : ১:২৩:০৭,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৫০ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
ফ্রান্সের প্রেসিডেনট এমানুয়েল ম্যাক্রোঁ তার স্ত্রীকে নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কুমন্তব্যে চরম ক্ষেপে গেছেন। ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁকে নিয়ে বলসোনারোর মন্তব্যকে ‘নজিরবিহীন অভদ্রতা’ বলে অ্যাখ্যা দিয়েছেন ম্যাক্রোঁ।
ব্রাজিলের ফার্স্ট লেডি মিশেল বলসোনারোর পাশে একটি ব্রিজিতের বিদ্রূপাত্মক ছবি ফেসবুকে প্রকাশ করেছেন বলসোনারোর এক সমর্থক।
সুন্দরী মিশেল (৩৭) ও বয়স্কা ব্রিজিতের (৬৫) ছবির পাশে তিনি লেখেন, ‘আপনারা এখন বুঝতে পারছেন, ম্যাক্রোঁ কেন বলসোনারোকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন?’ এতেই ঘি ঢেলে দিয়েছেন বলসোনারো।
কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘ওই লোকটাকে (ম্যাক্রোঁ) আর অপমান করবেন না, হা…হা…।’ প্রিয় স্ত্রীকে নিয়ে বলসোনারোর অনলাইন ইভটিজিংয়ের নিন্দা জানিয়েছেন ম্যাক্রোঁ।
এএফপি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নেতার একে অপরের ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্যে তাদের মধ্যে খারাপ সম্পর্কের চিত্র ফুটে উঠেছে। আমাজন সংকটকে নিয়ে জি-সেভেন সম্মেলনে ম্যাক্রোঁ বেশি সরব হওয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট আগে থেকেই ক্ষুব্ধ।
বিশ্বের বৃহত্তম এ বনকে আগুন থেকে সুরক্ষায় ফরাসি প্রেসিডেন্টের ভূমিকাকে ‘বাড়াবাড়ি’ এবং ‘ঔপনিবেশিকতামূলক মানসিকতা’ বলে কটাক্ষ করেছেন বলসোনারো।
ব্রিজিত সম্পর্কে ফেসবুকে একজনের কুমন্তব্যকে ম্যাক্রোঁকে আক্রমণ করার সুযোগ হিসেবে গ্রহণ করেন তিনি। প্রেসিডেন্টের এক সমর্থক আমাজন ইস্যুতে ম্যাক্রোঁর বাড়তি আগ্রহের কটাক্ষ প্রকাশ করতে তার স্ত্রীকে ব্যবহার করেন। ৬৫ বছর বয়সী ব্রিজিতের সঙ্গে তার চেয়ে ২৮ বছরের ছোট মিশেলের তুলনা করেছেন ওই সমর্থক।
সুন্দরী মিশেলের পাশে বয়স্কা ব্রিজিতের ছবি আপলোড করে তিনি লেখেন, ‘এবার আপনারা বুঝতে পারছেন, বলসোনারোকে কেন কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন ম্যাক্রোঁ? ওই মন্তব্যের কমেন্ট বক্সে ম্যাক্রোঁকে উদ্দেশ করে বলসোনারো লেখেন, ‘ওই লোকটাকে আর অপমান করবেন না, হা…হা…।’
একসময় তার শিক্ষক প্রিয় স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলসোনারোর কুমন্তব্যে নিন্দা জানিয়েছেন ম্যাক্রোঁ। ফ্রান্সের বায়ারিটজ শহরে জি-৭ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এখন কি-ইবা বলতে পারি? এটা খুবই দুঃখজনক। প্রথম এটা আমার জন্য এবং পুরো ব্রাজিলিয়ানদের জন্য কষ্টের। তিনি (বলসোনারো) আমার স্ত্রী সম্পর্কে ‘নজিরবিহীন কুমন্তব্য করেছেন’।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি ব্রাজিলের নারীরা তাদের প্রেসিডেন্টের করা এ মন্তব্য পড়লে লজ্জিত হবেন।
সৌজন্য – যুগান্তর