ছাত্রলীগ ইতালি শাখার শোকাবহ আগস্ট পালন
প্রকাশিত হয়েছে : ৭:২৮:২৮,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪৮ বার পঠিত
মিনহাজ হোসেন, ইতালী প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর উপরে একটি আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা।
সোমবার বিকেলে রাজধানী রোমের তরপিনাত্তার সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সভার প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস বিকেলে|
প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখার সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন যৌথ ভাবে বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা র সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদার এবং সহ সভাপতি অনিক হাওলাদার।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মিন্টু, দপ্তর সম্পাদক হাবীব মোকদম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু ঢালী, সদস্য ফারুক ফরাজী, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, সাংগঠনিক সম্পাদক হেলাল রায়হান, ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, সহ সভাপতি উম্মেহানী চৌধুরী, নিলুফা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা পপি, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, যুবনেতা আলাউদ্দিন শিমুল।
প্রধান অতিথি ও প্রধান বক্তা শোকের মাসের এই শোককে শক্তিতে রূপান্তর করে দেশের উন্নয়নে প্রতিটি মুজিব সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে পারেন।
সভায় আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন মন্জুর আহমেদ, রত্না বসাক, শাহিনা মান্নান, বাবলী ইউসুফ, তাহমিনা আক্তার, শিমু অন্যান্যা, রেজাউল করিম রিপন, ইকবাল ঢালী, বাবুল হোসেন, সাদ্দাম হোসেন, সৈয়দ সুমন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মী বৃন্দ।
বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখার নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম, আত্মত্যাগ এবং বাঙালি জাতি ও স্বাধীন একটি দেশ সৃষ্টির এই মহান নেতাকে অন্তঃস্থল থেকে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেন। তারা বঙ্গবন্ধুর খুনীদের বিচার দাবী করেন এবং ইতালি আওয়ামী লীগ কে শক্তিশালী করতে কাজ করে যাওয়ার ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই সময় বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা র পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি জুয়েল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শাহীন শাহরিয়ার, দপ্তর সম্পাদক কাজী সুমন, সদস্য আজিজুল শরীফ, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাইয়ান আলী। শোক সভার এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা র সহ সভাপতি ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিয়াদ, আলী রেজা রাজু, সাংগঠনিক সম্পাদক তানভীর হাওলাদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারোয়ার মৃধা, অর্থ বিষয়ক সম্পাদক নয়ন হাওলাদার, ছাত্রলীগ নেতা আলমগীর, ফয়সাল, সানজিৎ, নাজিমউদ্দিন, শান্তনু ভূঁইয়া।
শোক সভার এই আয়োজনের অন্যতম অংশ ছিল বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের দুর্লভ ছবি দিয়ে একটি চিত্র প্রদর্শনী। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।