জার্মানিতে জাতীয় শোক দিবস পালন
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:১২,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৯ বার পঠিত
সরাফ আহমেদ, হ্যানোভার, জার্মানি থেকে
জার্মানির রাজধানী বার্লিনে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্য পরিবেশে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ, দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাঙালিরা। এ ছাড়া জার্মান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বার্লিন শাখার নেতারা অন্য শহরগুলি থেকে আসা প্রবাসীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
জার্মানির রাজধানী বার্লিনে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্য পরিবেশে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ, দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাঙালিরা। এ ছাড়া জার্মান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বার্লিন শাখার নেতারা অন্য শহরগুলি থেকে আসা প্রবাসীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। সভাটি পরিচালনা করেন দূতাবাসের কর্মকর্তা সফিউল আজম। আলোচনা সভায় বক্তব্য দেন মিজানুর হক খান, ইউনুস আলী খান, হাফিজুর রহমান আলম প্রমুখ।