ফ্রান্সে খালেদা জিয়ার জন্মদিন পালিত
প্রকাশিত হয়েছে : ৫:০৮:৩৩,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬১৭ বার পঠিত
তৃতীয় বাংলা ডেস্কঃ
ফ্রান্সে খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্যারিসের গার দো নর্দের ক্যাফে রয়েলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমরা জিয়ার সৈনিক প্যারিস ফ্রান্স এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আমরা জিয়ার সৈনিক প্যারিস ফ্রান্স ভারপ্রাপ্ত সভাপতি জি,এম,গোলাম কিবরিয়া মিল্টন এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম মিয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি মানিক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আব্দুল্লাহ।
পবিত্র কোরান তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, আমরা জিয়ার সৈনিক এর যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক ছয়েফ উদ্দিন সহসভাপতি খোরশেদ মাতবর, মুকুল হোসেন, মোশাররফ হোসেন,আসুক আহমেদ,সাইদুল ইসলাম মেম্বার, মাহরুফ আহমেদ, মাহতাবউদ্দিন, আমজাদ হোসেন, মোতাব্বির হোসেন, কামাল হোসেন, কামরুজ্জামান, সাসরোয়ার হোসাইন,আব্দুল মান্নান,ইমদাদ হোসেন, বায়জিদ বোস্তামী,মাখপুর রহমান নিকু প্রমুখ।
বক্তারা এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বলেন,একজন বয়োবৃদ্ধ নেত্রীকে এভাবে জেলে রেখে তাঁর প্রতি যে অবিচার করা হচ্ছে তা দুনিয়ার আর কোথায়ও নজির নেই। একদিন সময় আসবে এর বিচার কঠিনভাবে করা হবে।
পরে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া এবং জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করা হয়।