এরশাদ স্মরণে ফ্রান্সে সভা জাতীয় পার্টির
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:৩৫,অপরাহ্ন ১৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬৭৫ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
সদ্য প্রয়াত জাতীয় পার্টির প্রতিষ্টাতা, সাবেক রাস্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে | সোমবার বিকেলে প্যারিসের গার দো নর্দের সুরমা রেস্টুরেন্টে জাতীয় পার্টি ফ্রান্স শাখার উদ্যেগে এ সভা অনুষ্টিত হয় | এ সময় বিপুল সংখ্যক জাতীয় পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন |
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও ফ্রান্স শাখা সভাপতি এ,কে ,এম অালমগীরের সভাপতিত্বে ও জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সদস্য ও ফ্রান্স শাখার সাধারন সম্পাদক হাবিব খান ইসমাইল এর পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হুমায়ন কবীর চৌধুরী, খান বাবুল ইসলাম,দাউদ খান, মজিবুর রহমান সরকার , সুহিনুর রেজা চৌধুরী ,মজিবুর ইসলাম , বাবুল খান ফারুক, হাফেজ খলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ |
সভায় বক্তারা পল্লীবন্ধু এরশাদের শাসন অামলে যুগান্তকারী উন্নয়ন কর্মকান্ডের কথা উদৃতি দিয়ে তাঁকে স্মরণ করেন | সেই সাথে পল্লীবন্ধু এরশাদের অাদর্শ বুকে ধারন করে জাতীয় পার্টির পতাকাকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ঘোষনা করেন |
পরে পল্লীবন্ধু এরশাদের বিদেহী অাত্মার মাহফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুস্টিত হয় ৷