দৈনিক আমাদের সময় পত্রিকার পরিচালক আলী হোসাইনকে ইতালীতে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩:০০:৫৮,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৪০৫ বার পঠিত
মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধিঃ
২২শে জুলাই সোমবার ইতালীর রাজধানী রোমে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আয়োজনে বাংলাদেশ থেকে আগত দৈনিক আমাদের সময় পত্রিকার পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আলী হোসাইনকে সংবর্ধনা প্রদান করা হয়। এসোসিয়েশন এর প্রেসিডেন্ট অলিউদ্দিন শামীমের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি শাব্বির আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ ওয়ালীউল ইসলাম |
শুভেচ্ছা বক্তব্য রাখেন ,এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জামিলুল আরিফ জামিল,বৃহত্তর সিলেট যুব সংঘের সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুল সহ জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় সংবর্ধিত অতিথি মোঃ আলী হোসাইন জালালাবাদ এসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করে বলে, জালালাবাদ এসোসিয়েশন শুধু মাত্র নামে কোন সংগঠন নয়। বাংলাদেশের প্রাচীনতম সংগঠন সিলেট বিভাগের জনগোষ্ঠীর সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। যার বিস্তার বিশ্ব জুড়ে ঢাকা থেকে ১৯৪৮ সালে যে সংগঠনের জন্ম আজ সেই সংগঠনের ছায়াতলে সাড়া বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৃহত্তর সিলেটবাসী। যেই সংগঠনের নেতৃত্বে আছেন বাংলাদেশ সরকারের নীতিনির্ধারকদের মত অভিজ্ঞতা সম্পর্ন ব্যক্তি বর্গ।
এদিকে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির সবাই সংবর্ধিত অতিথি বিশিষ্ট শিল্প পতি মোঃ আলী হোসাইনকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমরা জালালাবাদবাসী আনন্দিত ও গর্বিত ।