প্রকাশিত হয়েছে : ৪:১৫:১০,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৩০ বার পঠিত
স্পেন আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক সভার আয়োজন করেছে| মঙ্গলবার মাদ্রিদের সোনার বাংলা রেস্টুরেন্ট আহবায়ক এস আই আর এস রবিন এর সভাপতিত্বে সদস্য সচিব রিজভী আলমের সঞ্চালনায় এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন , সাবেক সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম নয়ন , আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের ছাড়াও বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন |নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে,ও রাজনৈতিক অভিজ্ঞতা ,প্রজ্ঞায় দীর্ঘদিনের স্পেন আওয়ামী লীগের বিরোধ নিরসনে এই আহ্বায়ক কমিটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করেন |
বক্তারা বলেন, সকলেরঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গ্রহণযোগ্য কমিটি উপহার দেওয়া হবে এটাই সকলের প্রত্যাশা |এ সময় বক্তব্য রাখেন ,আব্দুল কাইয়ুম ,আব্দুল কাদের ঢালী ,বদরুল মাস্টার ,আব্দুর রহমান ,একরামুজ্জামান কিরণ ,আইয়ুব আলী সোহাগ ,শ্যামল তালুকদার ,বোরহান উদ্দিন ,,তামিন চৌধুর,দবির তালুকদার ,আজম খান ,আখতারুজ্জামান এফ এম পাভেল ফারুক ,তাপস দেবনাথ, বেলাল আহ্মেদ,সাখাওয়াত হোসেন বাবলু ,খসরু চৌধুরী ,ইফতেখার আলম ,প্রমুখ ,|