ইতালিতে হাসপাতালের মর্গে অজ্ঞাত বাংলাদেশির লাশ
প্রকাশিত হয়েছে : ৩:৩৭:১৭,অপরাহ্ন ১২ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৭৭ বার পঠিত
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি
ইতালির ভেনিস শহরের একটি হাসপাতালের মর্গে এক বাংলাদেশির লাশ রাখা রয়েছে, যার পূর্ণাঙ্গ পরিচয়ের অভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফেরত বা সমাধিস্থ করা যাচ্ছে না।
নিহতের পরিচয় পেতে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সাহায্য চেয়েছেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু মিয়া।
তিনি জানান, লাশের সাথে থাকা পরিচয়পত্রের ফটোকপির একটি পাতা থেকে ধারণা করা হচ্ছে নিহত ওই বাংলাদেশির নাম চৌধুরী এম ডি জিয়াউল ইসলাম। তার বাড়ি লক্ষ্মীপুরে।
দীর্ঘ ২৫ দিন আগে ইতালির ভেনিসে মারা যাওয়ার পর হাসপাতালের মর্গেই লাশ তার পড়ে আছে। কেউ কোনও খোঁজ খবর নিচ্ছেনা।
এ বিষয়ে মিলান কনসাল জেনারেল অফিস জানিয়েছে, এ লাশের খবর তারা এখনো জানেন না।
খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন বলেও তারা আশ্বাস দিয়েছেন।