ফ্রান্সে কুমিল্লা মহানগর এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩:৩৮:৫৮,অপরাহ্ন ১২ জুলাই ২০১৯ | সংবাদটি ৮৭২ বার পঠিত
আব্দুল মোমিত ( রোমেল) প্যারিস, ফ্রান্স :
রোববার প্যারিস থেকে মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত গ্রনভিল সমুদ্র সৈকতে কুমিল্লা মহানগর এসোসিয়েশন ফ্রান্সের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্টিত হয়েছে | এতে সংগঠনটির প্রায় আড়াইশো যাত্রী অংশগ্রহণ করে ।
যাত্রা পথে গাড়িতে ছিল নানা বিনোদনমূলক আয়োজন।
একঘেয়েমি প্রবাস জীবনের ক্লান্তি দূর করতে গ্রনভিল সমুদ্র সৈকতে যে যার মত আনন্দে মেতে উঠেন পিকনিকে অংশগ্রহণকারীরা।
বিকেলে সৈকত প্রাঙ্গণে আয়োজন করা হয় নানা খেলাধুলার। পুরুষদের পাশাপাশি মহিলা ও শিশু কিশোররাও এতে অংশগ্রহণ করেন।
পরে কুমিল্লা মহানগর এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হাসান মাহমুদ দুলালের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আকরাম হোসেন মিন্টুর উপস্থাপনায় , সহ-সভাপতি জাহিদুল ইসলাম সজিব ও সাধারণ সম্পাদক এনামুল হক ইমন এর সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী ভুট্টো, প্রধান সমন্বয়কারী অধ্যাপক অপু আলম, উপদেষ্টা কাজী শাহজাহান লিটন ,ইকবাল আহমেদ রিটন , ওবায়দুর রহমান, জাহাঙ্গীর আলম মিলন সহ অন্যান্যরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন।
এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব তালুকদার ,সাংগঠনিক সম্পাদক ওপেল কবির ,প্রচার সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন ( লাকি) ,দপ্তর সম্পাদক মোঃ নাবিব খান ,শানিম আহমেদ, জহিরুল হক খোকা,জুয়েল,আক্তার ,শফি ,ডালিম ,সাব্বির ,কামরুল, সহ আরো অনেকেই।
সবশেষে লটারির মাধ্যমে প্যারিস ঢাকা, ঢাকা প্যারিস বিমান টিকেট তুলে দেওয়া হয় ভাগ্যবান বিজয়ীর হাতে।