বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের বাৎসরিক বনভোজন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:২৫:৫৩,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৯১ বার পঠিত
স্পেন প্রতিনিধি
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের বাৎসরিক বনভোজন সম্পন্ন হয় হয়েছে |পাহাড়, ঝরনা আর স্বচ্ছ লেকের পানিবেষ্টিত প্রকৃতির রূপ সৌন্দর্য রাসকাফিয়া ছিলো বাংলাদেশী নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কলকাকলিতে মুখরিত | প্রায় ছয় শতাধিক বাংলাদেশি প্রবাসীদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল |
প্রতিবছরের মতো মঙ্গলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নবনির্বাচিত কমিটি সর্ববৃহৎ এ বনভোজনের আয়োজন করে |সকাল দশটায় বাঙালি অধ্যুষিত লাভাপিএস থেকে প্রায় আটটি বাসের বহর এম্ব্যাখাদোরেস পয়েন্ট থেকে রাস কাফিয়া উদ্দেশে রওনা দেন |গ্রীষ্মকালীন ছুটিতে প্রচন্ড তাপদাহে যখন ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেন আবহাওয়া অসহনীয় হয়ে উঠছে ,এরকম বৈরী পরিবেশ থেকে একটু হিমেল হাওয়া ,প্রকৃতির নির্মল সান্নিধ্যে এবং প্রবাসের ব্যস্ত সময়ে প্রিয়জনদের পাশে সময় কাটাতে এ বনভোজনের আয়োজন অনেকটা শান্তির পরশ বয়ে যায় উৎফুল্ল প্রবাসীদের মাঝে |
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন ,প্রবাসীদের মিলন মেলায় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাত্বিত্ব ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যেকোনো অর্জনে প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে |তিনি দেশ ছেড়ে দূর প্রবাসে সকল বাংলাদেশীদের একটি পরিবারে অন্তর্ভুক্ত হয়ে এগিয়ে গেলে ব্যক্তি ও প্রবাস জীবনে সকল সংকট মোকাবেলায় সফল হতে সহজ হবে বলে মন্তব্য করেন |তিনি বাংলাদেশী কমিউনিটির যেকোনো প্রয়োজনে দূতাবাস পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন |এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ,হেড অফ চান্সেরি ও মিনিস্টার হারুন আল রশিদ ,কমার্শিয়াল কাউন্সেলর (যুগ্ম সচিব) নাভিদ শফিউল্লাহ |
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের স্পেনের কাজী এবাদুল করিম তারেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন ,সহ সভাপতি জহিরুল ইসলাম নয়ন ,সম্পাদক কামরুজ্জামান সুন্দর যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম তাহের প্রমুখ |
অনুষ্ঠানে শিশু-কিশোরদের দৌড় ,মহিলাদের বালিশ খেলা ,বড়দের ফুটবল খেলা ,দড়ি টানা ,সাঁতার কাটাসহ বিভিন্ন রকমের খেলাধুলা গান ,কবিতা, কৌতুক পরিবেশন করা হয় |এসময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ,নূর হোসেন পাটোয়ারী,এ কে এম জহিরুল ইসলাম , মাওলানা আব্দুর রাজ্জাক মনোয়ার হোসেন মনু ,সোহেল ভূইয়া,আব্দুল কাইয়ুম মাসুক ,সেলিম মিয়া , লুৎফুর রহমান, আব্দুল মুনতাকিম মুজাককির, ইসলাম উদ্দিন পংকি ,আবুল হোসেন ,মাহফুজুল হক শুভন ,এস এম মাসুদ , ,মোঃ স্বাধীন ,হেমায়েত খান ,ফজলে এলাহী ,রমিজ উদ্দিন ,পিয়ার হোসেন সৌরভ ,সৈয়দ আলন,মোয়াজ্জেম হোসেন ,তুতা কাজি ,শামীম আহমেদ ,মাসনুন জুয়েল ,শামীমা হুসেন ,মোঃ সোহেল ,জসিম উদ্দিন প্রমুখ |এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ,
মনিরুজ্জামান মনির ,আবুল হাসেম ,মারুফ আহ্মেদ,জালাল হোসেন , আবু বক্কর ,,হানিফ মিয়াজী ,আমির আলী |
সভাপতির বক্তব্যে কাজী এনায়েতুল করিম তারেক বলেন ,এ অনুষ্ঠানের মাধ্যমে মূলত বাংলাদেশী প্রবাসীদের মধ্যে মেলা বন্ধন স্থাপন ই আমাদের মূল লক্ষ্য ছিল ,ভবিষ্যতে আপনাদের সাথে নিয়েই আরো বৃহৎ অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে | সিনিয়র সহসভাপতি আল আমিন বলেন.বাংলাদেশের আচার আচরণ নতুন প্রজম্মের কাছে তুলে ধরতে এই অয়োজন ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা করেন |
সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর বাংলাদেশ কমিউনিটির সকলের কাছে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি বাংলাদেশ এসোসিয়েশনকে কে ভবিষ্যতে আরো বেশি জনকল্যাণমুখী কাজে সম্পৃক্ত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন |
অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের মাঝে খেলনা বিতরণ করা হয় |এছাড়াও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় |