আটলান্টায় বিয়ানীবাজার ইয়ুথ সোসাইটির ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ৫:২০:১৮,অপরাহ্ন ২১ জুন ২০১৯ | সংবাদটি ৫৩৪ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় নবগঠিত বিয়ানীবাজার ইয়ুথ সোসাইটি অব জর্জিয়ার উদ্যোগে এক প্রাণোচ্ছ্বল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় গুইনেট কাউন্টির পুনা রেস্তোরাঁয় ওই অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠিত জর্জিয়া রাজ্যের বিয়ানীবাজার অঞ্চলের অধিবাসীসহ অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে একে অপরের সাথে কুশল বিনিময়, সম্প্রীতি ও প্রাণখোলা আড্ডার মধ্য দিয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়।
বিয়ানীবাজারের সন্তান প্রবীণ প্রবাসী আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে প্রথম পর্বটি শুরু হয় কোরআন পাঠের মধ্য দিয়ে।
নবগঠিত ইয়ুথ সোসাইটির লক্ষ্য উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ জর্জিয়ায় বসবাসরত বিয়ানীবাজারবাসীদের ঐক্যবদ্ধ সহাবস্থান, নতুন প্রজন্মকে বাংলাদেশের ভাষা, শিল্প ও সংস্কৃতির সাথে সম্পর্ক তৈরিকরণ ও সংগঠনের চালিকা শক্তি হিসেবে সক্রিয় করে তোলা এবং সর্বোপরি মাতৃভূমিতে বিয়ানীবাজার অঞ্চলের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গিকার ব্যক্ত করে স্বাগতিক বক্তব্য দেন সংগঠনটির সভাপতি দেলোয়ার হোসেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য দেন জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি মোস্তফা কামাল মাহমুদ, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়ার চেয়ারম্যান চিকিৎসক মুহাম্মদ আলী মানিক, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ও বিয়ানীবাজারের সন্তান সেলিম আহমদ। পুরো অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীণ নেতা আজির উদ্দিন, লুৎফর রহমান, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক এ এইচ রাসেল, জর্জিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সভাপতি মোহন জাব্বার, বাংলাদেশ ফাউন্ডেশনের সহ সভাপতি মিনহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক অভিশেক শ্যাম, সজল খান, সবুজ আলম, বুলবুল আহমদ, সরফ উদ্দিনসহ অনেকেই।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসসহ ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং বিয়ানীবাজারের নানা ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে আয়োজিত প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০ জনকে শিশু-কিশোরদেরকে পুরস্কৃত করা হয়। শেষ পর্বে ঈদের মজাদার খাবার পরিবেশিত হয়।