৭৫ বছর পর প্রেমিক-প্রেমিকার দেখা
প্রকাশিত হয়েছে : ৩:১৪:৪৭,অপরাহ্ন ১৭ জুন ২০১৯ | সংবাদটি ৩৮৩ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ফ্রান্সে জেনেই পিয়ারসন নামে এক অষ্টাদশীর প্রেমে পড়েন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা কেটি রবিন্স। প্রেম পর্বের দু’মাস না পেরোতেই পূর্ব ফ্রান্সের ব্রায়তি গ্রাম ছাড়তে হয় তরুণ রবিন্সকে। সেখান থেকেই বিচ্ছেদ। দু’জনেই ভেবে নিয়েছিলেন তাদের আর দেখা হবে না। কিন্তু একদল সাংবাদিকের মাধ্যমে দীর্ঘ ৭৫ বছর পর দেখা হল দুই মহাদেশের এই প্রেমিক যুগলের।
জেনেইয়ের একটি ছবি ছিল রবিন্সের কাছে। সম্প্রতি ফ্রান্সের একদল সাংবাদিক যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নিয়ে প্রতিবেদন তৈরির জন্য রবিন্সের সাক্ষাৎকার নেন। ফ্রান্স-টু-এর সেই সাংবাদিকদের জেনেইয়ের ছবি দেখান রবিন্স। সঙ্গে জানান, তিনি ফ্রান্সে ফিরে গিয়ে জেনেই বা তার পরিবারকে খুঁজে বের করতে চান।
সাক্ষাৎকারের কয়েক সপ্তাহ পরেই ডি-ডে ল্যান্ডিং অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়া নরম্যান্ডি ল্যান্ডিং-এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে যান রবিন্স। সে সময় ফ্রান্সের ওই সাংবাদিকরা মুখোমুখি করেন প্রেমিক-প্রেমিকাকে। দেখা হতেই তারা একে অপরকে জড়িয়ে ধরেন। বিবাহিত জীবনে জেনেইয়ের পাঁচ সন্তান রয়েছে। রবিন্সও বিয়ে করে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে থাকেন। দু’জনই নিজেদের সঙ্গীকে হারিয়েছেন। বিবিসি।