বাংলাদেশ মানবিক ফাউন্ডেশন স্পেনের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ২:২৫:৫৯,অপরাহ্ন ০৩ জুন ২০১৯ | সংবাদটি ৪৯১ বার পঠিত
মো. ছালাহ উদ্দিন, বার্সেলোনা প্রতিনিধি :
ইফতার আয়োজনের মধ্যদিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মানবিক ফাউন্ডেশন স্পেনের। এ উপলক্ষ্যে বার্সেলোনার ব্যাস্থতম সড়ক খোয়াকিন কোষ্টার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল।
মির্জা সালাম এবং মাসুদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশীয় বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনানারি কন্স্যুলেট জেনারেল রামন পেদ্রো।
অনুষ্ঠানের আয়োজক আমীন আলী রফিক বলেন, প্রবাসে এবং দেশে দূস্থ মানবতার সেবায় এ সংগঠন সার্বক্ষনিক নিয়োজিত থাকবে। তিনি তার বক্তব্যে বার্সেলোনা প্রবাসী বাংলাদেশীদের সাহায্য এবং সহযোগীতাও কামনা করেন।
প্রধান অতিথি রামন পেদ্রো আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বলেন, এ ধরনের মানবাধিকার সংগঠন যদি আসলেই সমাজের নিপিড়িতদের পাশে থাকে তাহলে সংগঠনগুলো সমাজের উপকারে আসবে এবং এ সময় তিনি প্রবাসী সকল বাংলাদেশীদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।