গ্রীসে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৫:৫০:২৪,অপরাহ্ন ০১ জুন ২০১৯ | সংবাদটি ৩৮৮ বার পঠিত
মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ
ইউরোপের কোন দেশেই আওয়ামী লীগের একাধিক কমিটি থাকবে না উল্লেখ করে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা বলছেন, ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। দীর্ঘ ৯ বছর পর তিন ভাগে বিভক্ত গ্রীস আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে একটি আহবায়ক কমিটি গঠনের পর সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এ ঘোষণা দেন। গ্রীসের রাজধানী এথেন্সের একটি হলে আয়োজিত মতবিনিময় সভায় নেতারা ইউরোপে জামাত-বিএনপির অপপ্রচার প্রতিরোধে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন।
মতবিনিময় সভা শেষে সকলের ঐক্যমতের ভিত্তিতে বাচ্চু বেপারীকে আহবায়ক, আসাদুজ্জামান মোল্লা ও আবিদ হানজেলাকে যুগ্ম আহ্বায়ক করে ২৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।
মতবিনিময় সভায় ইতালী আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমান সরকার ছাড়াও গ্রীস আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান মাতব্বর, রকিব মৃধা, শেখ কামরুল ইসলাম, বাবুল হাওলাদার, রায়হান খান,রানা মল্লিক, নাসির জমাদার, রোকনউদ্দিন জুলহাস,আলমগীর হোসেন তালুকদার, রুবেল আহমেদ, গোলাম কিবরিয়া বাবলু,আব্দুল আলীম খালাসি, মোঃ রেজাউল স্বর্ণামাত ওরশ আলী, দুলাল মিজান,আমিন শরীফ, সামাদ মাতব্বর, আব্দুল্লাহ আল মামুন, মনোয়ার হোসেন, মিজান বেপারী, মোশাররফ হোসেন, আব্দুস সালাম মৌলভীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ইউরোপের বিভিন্ন দেশে দলকে সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন। মজিবুর রহমান বলেন, আওয়ামী লীগকে দ্বিধাবিভক্ত করে ইউরোপের কোন দেশেই কমিটি গঠন করা যাবে না।
নতুন আহবায়ক কমিটি শক্তিশালী করবে বলে মনে করেন স্থানীয় নেতারা। এর আগে এথেন্স বিমানবন্দরে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানকে বিপুলসংখ্যক নেতাকর্মী সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের নেতাদের অভ্যর্থনা জানায়।